বাংলাদেশ ও ভুটানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

Home Page » আজকের সকল পত্রিকা » বাংলাদেশ ও ভুটানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
বুধবার, ১৯ নভেম্বর ২০১৪



image_85721_0.jpgডেস্ক রিপোর্টঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের আরো সম্প্রসারণে দু’দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্য আরো বাড়াতে এখন আমাদের যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। উভয় দিকেই অবকাঠামো তৈরি হয়েছে। এ জন্য এখন ভারতের মধ্যদিয়ে ট্রানজিট প্রয়োজন।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত পেমা চডেন সাক্ষাৎকালে শেখ হাসিনা এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসি সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেনে।
ব্যবসা-বাণিজ্যের জন্য ভুটান বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে পারে- এ কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ভুটানের অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতে দেশটি বাংলাদেশ থেকে সবজি আমদানি করতে পারে।
এ প্রসঙ্গে শেখ হাসিনা প্রতিবছর বাংলাদেশ থেকে ভুটানের অনেক তৈরি পোশাক আমদানির কথা উল্লেখ করেন।
তিনি বাংলাদেশো মুক্তিযুদ্ধে ভুটানের রাজা ও দেশটির জনগণের অমূল অবদানর কথা স্মরণ করেন।
রাষ্ট্রদূত ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার দেশের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
রাষ্ট্রদূত ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।
ভুটানের রাষ্ট্রদূত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সার্ক সনদ বাস্তবায়নে বাংলাদেশের ব্যাপক সাফল্যের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীর বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, তাঁর (শেখ হাসিনা) দেশ পরিচালনায় বিগত কয়েক বছরে বাংলাদেশে ব্যাপক আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৫২   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ