সরকারের কাছে কত গুলি আছে দেখতে চাই : মির্জা আব্বাস

Home Page » জাতীয় » সরকারের কাছে কত গুলি আছে দেখতে চাই : মির্জা আব্বাস
বুধবার, ১৯ নভেম্বর ২০১৪



বঙ্গ-নিউজঃঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের কাছে কত গুলি আছে আমরা তা দেখতে চাই। গুলি বুকে নেয়ার জন্য আমরা প্রস্তুত আছি।তিনি সরকারের উদ্দেশে বলেন, গুলি শেষ হয়ে গেলে আপনারা কী করবেন? বাংলাদেশের মানুষ আপনাদের ছাড়বে না।বুধবার দুপুরে জাতীয় প্রেসকাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।প্রধানন্ত্রীর উদ্দেশে আব্বাস বলেন, আগে যা করেছেন করেছেন। mirza-abbas-uddin-ahmed.jpgবাংলাদেশের মানুষ অনেক দয়ালু। সব মাফ করে দেবে। দয়া করে আর স্বৈরাচারের খাতায় নাম লেখাবেন না। কিভাবে স্বৈরাচারের পতন ঘটাতে হয় এদেশের মানুষ জানে।
ইতিহাস থেকে জিয়াউর রহমান এবং ভাসানীর নাম মুছে ফেলা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ভাসানীর নাম বাদ দিয়ে ব্রিটিশবিরোধী আন্দোলন আর শহীদ জিয়ার নাম বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা করা যাবে না।
আব্বাস জানান, শেখ মুজিবের সঙ্গে ভাসানীর মতের অনেক পার্থক্য ছিল। তারপরও তাকে (শেখ মুজিব) বাঁচানোর জন্য তিনি (ভাসানী) লড়াই করেছেন।
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালন না করায় আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে একটি অকৃতজ্ঞ দল। তার (ভাসানী) জন্ম না হলে অনেক রাজনৈতিক নেতার জন্ম হতো না। অথচ সেই মানুষটির মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালিত হচ্ছে না।
তিনি প্রশ্ন রাখেন আওয়ামী লীগের জন্য কি ভাসানীর কোনো অবদান ছিল না?
জিয়াউল হক মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক ড. সুকোমল বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৪১:২২   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ