মালা পরানোর আগে বোনকে সালমানের টিপস

Home Page » বিবিধ » মালা পরানোর আগে বোনকে সালমানের টিপস
বুধবার, ১৯ নভেম্বর ২০১৪



87132_mala6301.jpgবঙ্গ-নিউজঃবরের গলায় অর্পিতা মালা পরানোর পরই ছুটে গেলেন সালমান খান। তারপরেই বোন অর্পিতার কানে কী জানো একটা বললেন। অর্পিতা সঙ্গে সঙ্গে হেসে ফেললেন। তারপরই সল্লু ছুটলেন অতিথি আপ্যায়নে। অর্পিতা খানের বিয়েতে অলরাউন্ডার সল্লুকে দেখতে পাওয়া গেল।
মঙ্গলবার মহা ধুমধামের সঙ্গে বিয়ে হলো বলিউড হার্টথ্রব সালমান খানের বোন অর্পিতা খানের। পাত্র আয়ূস শর্মা হিমাচল প্রদেশের কংগ্রেস নেতা অনিল শর্মার ছেলে। বিয়ে উপলক্ষে দুই দিনের জন্য বুক করা হয়েছে হায়দ্রাবাদের বিলাসবহুল ফলকনামা রাজপ্রাসাদ। নবদম্পতিকে আশীর্বাদ করতে এদিন উপস্থিত ছিলেন টিনসেন টাউনের প্রচুর তারকা।
একেই বলে ফেয়ারিটেল ওয়েডিং। মঙ্গলবার হায়দ্রাবাদের ফলকনামা রাজপ্রাসাদে অর্পিতা খানের বিয়ে উপলক্ষে বসে চাঁদের হাট। উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকাই। প্রাইভেট চার্টার্ড প্লেনে উড়িয়ে আনা হয় বেশিরভাগ নিমন্ত্রিতদের। চার কোটি রুপি দিয়ে ষাট কক্ষ বিশিষ্ট ফলকনামা রাজপ্রাসাদ দুই দিনের জন্য বুক করেন সালমান। বিয়ের উপহার হিসেবে আদরের বোনকে ১৬ কোটি রুপি দিয়ে মুম্বাই কার্টার রোডে থ্রি বিএইচকে ফ্ল্যাটও কিনে দিয়েছেন তিনি।
মঙ্গলবার বি
কেল সাড়ে চারটে নাগাদ ফলকনামা রাজপ্রাসাদে পৌছয় ‘বারাত’। হবু জামাইকে স্বাগত জানান সালমানের বাবা, মা ও পরিবারের অন্য সদস্যরা। এরপরই অনুষ্ঠিত হয় ‘জয়মালা’ ও ‘ফেরে’।হিন্দু ও পাঞ্জাবি মতে বিয়ে হয় অর্পিতা-আয়ূসের। মেনুতে ছিল বিরিয়ানি, হালিম ও ডাবল কা মিঠা। প্রিয় তারকাদের একবার চোখের দেখা দেখতে ভিড় উপচে পড়ে রাজপ্রাসাদের গেটে। তবে এদিন নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কড়া।
বোনের বিয়ের দিন উচ্ছ্বসিত বড়ভাই টুইট করে জানান, তিনি খুবই খুশি। নবদম্পতির জন্য সবার শুভকামনাও প্রার্থনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০:০৩:৪৩   ৩৩২ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ