বাংলাদেশের জেলে বন্দী ৫৪৯ বিদেশী

Home Page » জাতীয় » বাংলাদেশের জেলে বন্দী ৫৪৯ বিদেশী
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০১৪



nasir-9_0.jpgবঙ্গ-নিউজঃবাংলাদেশের জেলাখানাগুলোতে মোট ৫৪৯ জন (১-১১-২০১৪ তারিখের তথ্যমতে) বিদেশী নাগরিক বন্দী রয়েছেন বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।গতকাল এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তরপর্ব অনুষ্ঠিত হয়। গতকাল স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু প্রশ্নের জবাব দেন।
জবাবে বলা হয়, আটকদের মধ্যে ভারত, মিয়ানমার, পাকিস্তান, নেপাল, পেরু, আলজেরিয়া, ক্যামেরুন, নাইজেরিয়া, তাইওয়ান, তানজানিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তাদের মধ্যে বিচারাধীন কয়েদি ৩৯৩ জন, দণ্ডপ্রাপ্ত কয়েদি ৭৬ জন এবং মুক্তি পেয়ে প্রত্যাবাসনের অপোয় রয়েছেন ৮০ জন।
মোরশেদ আলমের এক প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান বলেন, প্রতিদিন গড়ে প্রায় ১৫ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্ট করে সংশ্লিষ্ট অফিসগুলোর মাধ্যমে গ্রাহককে প্রদান করা হচ্ছে। এমআরপি চালুর পর ইতোমধ্যে ৮৬ লাখ ৭৮ হাজার ৯৫৯টি পাসপোর্ট ইস্যু করা হয়েছে।ন্ত্রী জানান, মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি সম্পূর্ণভাবে প্রযুক্তিনির্ভর চলমান প্রক্রিয়া। পদ্ধতিগত কারণে অনেক সময় পাসপোর্ট প্রিন্ট হওয়ার জন্য নির্ধারিত সময়ের আগেই সংশ্লিষ্ট অফিস থেকে চূড়ান্ত অনুমোদনের পর তথ্য প্রেরণ করা হয়। ফলে ওই আবেদনগুলো প্রিন্ট হওয়ার নির্ধারিত সময়ের আগ পর্যন্ত আটকে রয়েছে বলে মনে হতে পারে। প্রকৃতপে পাসপোর্ট প্রিন্টিংয়ের জন্য অপেমাণ থাকে।

মো: ফরিদুল হক খান স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘এটা সত্য কি না, ইসলামিক স্টেটের (আইএস) হয়ে যুদ্ধ করতে উগ্রপন্থী অনেক বাংলাদেশী তরুণ বেনামে পাসপোর্ট তৈরির চেষ্টা চালাচ্ছে। এটা সত্য হলে প্রতিরোধে সরকার কী পদপে গ্রহণ করেছে?’

বাবে প্রতিমন্ত্রী বলেন, মেশিন রিডেবল পাসপোর্টে একজন নাগরিকের বেনামে একাধিক পাসপোর্ট গ্রহণের কোনো সুযোগ নেই। পাসপোর্ট আবেদনকারীর সব তথ্য বিশেষত জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদসহ স্বয়ংক্রিয়ভাবে যাচাইপ্রক্রিয়া সম্পন্ন করার পরেই কেবল এমআরপি প্রদান করা হয়। প্রযোজ্য েেত্র স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে সঠিকতা যাচাইপূর্বক এমআরপি প্রদান করা হয়ে থাকে। তা ছাড়া এমআরপি প্রক্রিয়ায় প্রত্যেক আবেদনকারীর হাতের আঙুলের ছাপ গ্রহণ করা হয়, যা অন্য কোনো ব্যক্তির সাথে মিলে যাওয়ার সুযোগ নেই। ফলে এক ব্যক্তির একাধিক বা বেনামে পাসপোর্ট করা সম্ভব নয়।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৯টি থানার কার্যক্রম ভাড়াবাড়িতে চালু আছে। এর মধ্যে পাঁচটি থানার কার্যক্রম সিটি করপোরেশনের মালিকানাধীন কমিউনিটি সেন্টার ভাড়া করে পরিচালিত হচ্ছে। ডিএমপির ৪৯টি থানার মধ্যে ১৮টি থানার নিজস্ব জমি ও স্থাপনা আছে। চারটি থানার কার্যক্রম পরিত্যক্ত বাড়িতে চলছে। ছয়টি থানার কার্যক্রম চলছে বিভিন্ন ফাঁড়িতে।
দেশে ভূমিহীন পরিবারের সংখ্যা ১৫ লাখের বেশি : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কৃষিশুমারি ২০০৮-এর তথ্য অনুযায়ী দেশে ভূমিহীন খানা বা পরিবারের সংখ্যা ১৫ লাখ আট হাজার ৮৭৬টি।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদকে এ তথ্য জানান। মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী বরিশাল বিভাগে ভূমিহীন খানার সংখ্যা ২২ হাজার ২০৫, চট্টগ্রাম বিভাগে এক লাখ ৩৬ হাজার ৫৩২ এবং সিলেট বিভাগে ২৪ হাজার ১৪৯।
রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কৃষি উইংয়ের তথ্যানুযায়ী ২০১২-১৩ অর্থবছরে দেশে মোট কৃষি জমির পরিমাণ ছিল দুই কোটি পাঁচ লাখ ১২ হাজার একর।

মন্ত্রী বলেন, বসতবাড়ি করার ফলে প্রতি বছর কী পরিমাণ কৃষি জমি হ্রাস পাচ্ছে এ ব্যাপারে বছরভিত্তিক তথ্য সংগ্রহ করা হয় না। তবে আন্তঃকৃষিশুমারি সময়ে (১৯৯৬-২০০৮) দেশে শুধু পল্লী এলাকায় বসতভিটার অধীন জমির পরিমাণ বেড়েছে ছয় লাখ ৭৭ হাজার ২৮৭ একর।
মোস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী জানান, ২০১৪-১৫ অর্থবছরে (১১-১১-২০১৪ পর্যন্ত) ১১টি একনেক সভায় মোট ৫৬টি প্রকল্প অনুমোদিত হয়।

বেগম ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার মতাগ্রহণের পর ২০১৩-১৪ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মোট এক হাজার ৫১৮টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে মূল প্রকল্প এক হাজার ২৫৪টি, থোক ৯, নিজস্ব অর্থায়নে ১৫৫ ও উপপ্রকল্প ১০০টি।

বাংলাদেশ সময়: ১১:৫৫:১৮   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ