‘বিশ্রাম নেই’ -এ্যাডভোকেট শামীম-উল আলম

Home Page » সাহিত্য » ‘বিশ্রাম নেই’ -এ্যাডভোকেট শামীম-উল আলম
বুধবার, ২৩ জানুয়ারী ২০১৩



samim1.jpgবিশ্রাম নেই

এ্যাডভোকেট শামীম-উল আলম

ক্লান্ত পথিক এক খুঁজে ফেরে বিশ্রাম-
কিন্তু বিশ্রাম শব্দটা মনে হয় অভিধানের বাইরে!
কর্মক্ষেত্রে কাটে ব্যাস্ত সময়,
সংসারের দাবীও কম নয়-
এটা করো গো, ওটা আনো তো
যেন ফাইফরমাশ খাটতেই জন্ম পৃথিবীতে।

ভোর পাঁচটায় দিনের শুরু,
সকালের নাস্তা, খাওয়া দাওয়া চুলোয় যাক
সাতটার আগে ঘর থেকে না বেরুলে
নির্ঘাত রাস্তায় কাটবে তিন ঘণ্টা-
অতএব, দে দৌড়, দে দৌড়।

সারাদিনের অমানুষিক খাটনি শেষে
বাড়ী ফেরার পালা- সুখের আশায়,
কিন্তু বাসের লাইন দীর্ঘ হতে হতে
একেবার মতিঝিল থেকে গুলিস্তান!
যদিও বা উঠা গেল সীট আগে থেকেই ভর্তি।

রাস্তায় জ্যাম তো থাকবেই, তবে কিনা
ড্রাইভাররা ব্রত নিয়েছে আস্তে চলার-
তাই মতিঝিল থেকে উত্তরা যেতে রাত নয়টা।
তাও কি সোজা বাড়ীতে ঢোকা যায়?
ফেরার পথে বাজার ঘুরে যাওয়া লাগবেই-
গিন্নীর টেলিফোনে দেওয়া ফরমাশ
তো আর উপেক্ষা করা যায়না!

সকালে গোসল হয়নি তাই পানি গরম চাই-
কে দেবে পানি এটা ভাবার চেয়ে নিজে করাই ভাল
কারণ, দারা পরিবার সবাই ব্যাস্ত ছিল সারাদিন।
ওদের কি ডিস্টার্ব করা চলে?

গোসল করো, রাতের খাওয়া খাও-
কি? তরকারী নেই?
কতই বা থাকবে, ছেলে মেয়েরা
দুপুরে আর রাতে খেয়েছে না?
যা বাজার করো তাতে কি এত বড় সংসার চলে?

এমনি করেই কেটে যায় দিন, কেটে যায় মাস,
বছর গড়িয়ে অতিক্রান্ত হয় যুগ।
ভোরে ওঠো, দৌড় লাগাও, ঘরে ফেরো
খাও-দাও, তারপর ঘুমাতে যাও, আবার ওঠো-
এটাই জীবনের নিয়ম, বিশ্রাম খুঁজে
হয়রান হয়ে লাভ নেই।

বাংলাদেশ সময়: ৯:০৭:২০   ৫৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ