খালেদা এখন ঢাল-তলোয়ার ধরেছেন: সুরঞ্জিত

Home Page » জাতীয় » খালেদা এখন ঢাল-তলোয়ার ধরেছেন: সুরঞ্জিত
শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪



khala.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বন্দুক-গ্রেনেড রেখে এখন ঢাল তলোয়ার ধরেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিস্টিটিউট মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সুরঞ্জিত বলেন, এখন শুধু ঢাল তলোয়ার না,আগামীতে তীর-ধনুক নিয়েও নামেন। তবে ঢাল নিবেন কেন? আপনাকে তো কেউ বাধা দিচ্ছে না।

কিশোরগঞ্জে এক জনসভায় খালেদা জিয়া বলেছিলেন, সরকারি নির্যাতন অব্যাহত থাকলে ঢাল-তলোয়ার দিয়ে প্রতিহত করতে হবে। দৃশ্যত তার এ বক্তব্যের জবাবেই সুরঞ্জিত একথা বলেন।

সুরঞ্জিত বলেন, যতই দিন যাচ্ছে ততই বিএনপি জনসমর্থন হারাচ্ছে। আমন্ত্রণ জানাবো ঢাল তলোয়ার ছেড়ে জনসমর্থন নিয়ে গণতান্ত্রিকভাবে রাজনীতি করুন।

এ সময় তিনি বলেন, ‘খালেদা যেভাবে আগাইতেছে, উনার আন্দোলনে নামার চেয়ে মানসিক চিকিৎসার প্রয়োজন বেশি। যতই দিন যাচ্ছে বিএনপির হতাশা বাড়ছে। অন্যদিকে সরকারের জনসমর্থন বাড়ছে।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলতে হবে।পাবলিক সার্ভিস কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। এতে সকলেরই পরীক্ষা দেওয়ার সমান সুযোগ আছে। এটা নিয়ে কথা বলতে একটু সতর্ক হতে হবে আমাদের।

উল্লেখ্য, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে এইচ টি ইমাম বলেন, লিখিত পরীক্ষা ভালো কর, ভাইভা আমরা দেখব। প্রয়োজনে আমি ক্লাস নেব।

ছাত্রলীগ থেকে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া কর্মকর্তারা ৫ জানুয়ারির নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

ওই বক্তব্যের জবাবে সুরঞ্জিত বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের বিজয় কোনো বাহিনীর ক্রেডিট নয়। এটা মানুষের ক্রেডিট। জনসমর্থনের উপর ভিত্তি করে সরকার ক্ষমতায়। আমরা গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করি বলে আমাদের এ অবস্থা। পুলিশ বাহিনীকে বিভাজন করা যাবে না। পুলিশ রাষ্ট্রের, সকলের।

বাংলাদেশ সময়: ১৬:১১:৩১   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ