সারদা কেলেঙ্কারীতে অভিযুক্ত সাংসদের আত্মহত্যার চেষ্টা

Home Page » বিশ্ব » সারদা কেলেঙ্কারীতে অভিযুক্ত সাংসদের আত্মহত্যার চেষ্টা
শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪



saroda.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ভারতের সারদা কেলেঙ্কারীর অন্যতম প্রধান অভিযুক্ত ও সংসদ সদস্য কুনাল ঘোষ জেলের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করেছেন।

কুনাল ঘোষ পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দল থেকে সংসদ সদস্য হয়েছিলেন, তবে গত বছর গ্রেপ্তার হওয়ার পরে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

দল থেকে বহিস্কার হলেও তিনি এখনও সংসদ সদস্য রয়ে গেছেন। কুনাল ঘোষ একসময়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠতম ব্যক্তিদের একজন ছিলেন।

কলকাতার প্রেসিডেন্সি জেলে শুক্রবার গভীর রাতে একসঙ্গে অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে নেন তিনি।

কিছুক্ষনের মধ্যেই জেল কর্তৃপক্ষ এস এস কে এম হাসপাতালে ভর্তি করে।

প্রথম দিকে তার হৃৎস্পন্দন খুবই অনিয়মিত ছিল।

পশ্চিমবঙ্গের কারা বিভাগের অতিরিক্ত ডাইরেক্টর জেনারেল অধীর শর্মা জানিয়েছেন, ‘জেলের নিরাপত্তা কর্মীদের কাছে কুনাল ঘোষ নিজেই জানান যে তিনি অসুস্থ বোধ করছেন। জেলের চিকিৎসকরা পরীক্ষা করার পরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেট ওয়াশ করার পরে তার জ্ঞান ফিরেছে আর তিনি চিকিৎসায় সাড়াও দিচ্ছেন।’

তিন দিন আগে আদালতে শুনানি চলার সময়েই কুনাল ঘোষ হুমকি দেন যে সারদা কেলেঙ্কারীতে আরও গুরুত্বপূর্ণ যেসব ব্যক্তি জড়িত, তাদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে তিনি আত্মহত্যা করবেন।

সারদা কেলেঙ্কারীতে সি বি আইয়ের তদন্ত পক্ষপাতহীন হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

বিচারক জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন এই হাই প্রোফাইল বন্দির ওপরে নজরদারি বাড়ানোর জন্য।

সেই ৭২ ঘণ্টা সময় শেষ হওয়ার পরেই আত্মহত্যার চেষ্টা করলেন কুনাল ঘোষ।

জেলের কয়েকটি সূত্র বলছে, কুনাল ঘোষের সেল থেকে ৫৮টা ঘুমের ওষুধ পাওয়া গেছে, তবে তার মধ্যে তিনি কতগুলি আসলে খেয়েছেন, সেটা এখনও বোঝা যাচ্ছে না।

কিন্তু এরকম একজন বন্দির কাছে অতগুলো ঘুমের ওষুধ পৌঁছল কী করে, সেটা বড় প্রশ্ন।

আত্মহত্যা হুমকি দিচ্ছেন যে হাই প্রোফাইল বন্দী, তার ওপরে কি রকম নজরদারি রাখা হচ্ছিল জেলের ভেতরে, প্রশ্ন উঠছে সেটা নিয়েও।

কুনাল ঘোষ সারদা গোষ্ঠীর সংবাদমাধ্যম বিভাগের প্রধান ছিলেন।

সারদা-তদন্তে প্রথম থেকেই তার নাম উঠে এসেছিল, তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে সমালোচনা করতে শুরু করার পরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কয়েকমাস আগে সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা তদন্ত সিবিআইয়ের হাতে যাওয়ার পরে কুনাল ঘোষকেও তারা নিজেদের হেফাজতে নেয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৫৭   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ