চিগাম্বুরা-চাকাবায় জিম্বাবুয়ের প্রতিরোধ, স্কোর ৩১৫/৫

Home Page » ক্রিকেট » চিগাম্বুরা-চাকাবায় জিম্বাবুয়ের প্রতিরোধ, স্কোর ৩১৫/৫
শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪



cri3.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ দিনের শুরুতে দ্রুত উইকেট হারানোর পর লাঞ্চ বিরতির পর আবারও উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে চিগাম্বুরা-চাকাবায় ফের প্রতিরোধ গড়ে তুলেছে তারা। ১০২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন দুই ব্যাটসম্যান।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়ের ইনিংসে একের পর এক আঘাত হেনেছেন বাংলাদেশের বোলাররা। দ্রুতই সফরকারীদের তিন উইকেট তুলে নেন টাইগররা। লাঞ্চ বিরতির পর জিম্বাবুয়ের ইনিংসে আবার আঘাত হানেন জুবায়ের। ১৪ রান করে পরিস্কার বোল্ড হয়েছেন শেন আরভিন। রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩১৫ রান করেছে জিম্বাবুয়ে।

ধীরে ধীরে ভয়ংকর হয়ে উঠা হ্যামিলটন মাসাকাদজাকে ফিরিয়েছেন শফিউল। সাজঘরে ফেরার আগে ৮১ রান করেছেন মাসাকাদজা। আর ১ রান করা বেন্ডন টেলকে ফেরান জুবায়ের হোসেইন। ৮২ রান করা রাজাকে ফেরান তাইজুল ইসলাম।

আগের দিনের করা ১ উইকেটে ১১৩ রান নিয়ে খেলতে নেমে সকাল থেকেই বাংলাদেশের বোলারদের বেশ ভোগাচ্ছিলেন রাজা ও মাসাকাদজা। আগের দিনের ১০৪ রানের সঙ্গে আজ ৬৫ যোগ করল এ জুটি। ১৯৯৩ সালের ডিসেম্বরে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের পক্ষে ডেক্কার-ক্যাম্পবেলের দ্বিতীয় উইকেট জুটিতে তোলা সর্বোচ্চ ১৩৫ রানের রেকর্ড ভাঙল রাজা-মাসাকাদজা জুটি। শফিউলের বলে এ জুটি ভাঙার আগে দুজনের সংগ্রহ ১৬০ রান।

সকালে খুব একটা সুযোগ দেননি জিম্বাবুয়ের আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান। অবশেষে শফিউলের একটি ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মাসাকাদজা। ফেরার আগে এ ডানহাতির সংগ্রহ ৮১ রান। কিছুক্ষণ পর বিদায় নেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলরও। জুবায়েরের দারুণ এক লেগ স্পিনে মিড-অফে বল উঠিয়ে দেন টেলর। অসাধারণ ক্যাচটা লুফে নেন তাইজুল ইসলাম। ফেরার আগে টেলরের সংগ্রহ মাত্র ১ রান। জুবায়েরের একই ওভারে দুর্দান্ত বাউন্স-টার্ন করা তৃতীয় বলটা ক্যাচ উঠিয়ে দিলেন রাজা। মাহমুদউল্লাহর হাতে ধরা পড়ার আগে এ ওপেনারের সংগ্রহ ৮২ রান।

১৬ রানে অপরাজিত আছেন চাকাবা। আর ১২ রানে অপরাজিত তার সঙ্গী শেন আরভিন।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ও ইমরুলের জোড়া শতকে ৫০৩ রান করেছে বাংলাদেশ। চট্টগ্রামের মাটিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস।

একই সঙ্গে প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান। তামিম ১০৯, ইমরুল ১৩০ রান করেছেন । এছাড়া সাকিব ৭১ ও রুবেল হোসেন ৪৫ রান করেছেন।

দ্বিতীয় টেস্টের দল থেকে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে। পেসার শাহাদাত হোসেনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম।

এ ছাড়া ১৪ জনের দলে সুযোগ পাওয়া ইমরুল কায়েস তৃতীয় টেস্টে খেলার সুযোগ পেয়েছেন। অন্যদিকে জিম্বাবুয়ে দলেও হয়েছে দুটি পরিবর্তন। ম্যালকম ওয়ালার ও তেন্দাই চাতারা দল থেকে বাদ পড়েছেন।

প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে ৩ ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্ট জিততে পারলে জিম্বাববুয়ে হোয়াইটওয়াশ হবে।

বাংলাদেশ সময়: ১৪:০০:২১   ৪৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ