কাদের সিদ্দিকীকে গ্রেপ্তারের নির্দেশ

Home Page » প্রথমপাতা » কাদের সিদ্দিকীকে গ্রেপ্তারের নির্দেশ
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০১৪



kader-siddiki.jpgবঙ্গ-নিউজ ডট কম: মানহানির একটি মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে ‘রাজাকার’ বলায় মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদারের দায়ের করা মানহানি মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

টানা ১৪ ধার্য তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় অতিরিক্তি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখ মঙ্গলবার বিকেলে এ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

বিচারক তার আদেশে উল্লেখ করেন, মামলাটির দায়ের পর থেকে আজ পর্যন্ত ১৪টি তারিখ ধার্য ছিল শুনানির জন্য। এটি একটি নালিশি প্রকৃতির মামলা। শুনানিকালে বাদীর উপস্থিতি আবশ্যক। কিন্তু বিনা তদবিরে বাদী অনুপস্থিত রয়েছেন। একইভাবে আসামিও জামিন নেয়ার পর থেকে আর আদালতে হাজির হননি। এ কারণেই বিনা তদবিরে আদালতে অনুপস্থিত থাকায় আসামি আব্দুল কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

একই আদেশে কেন অভিযোগটি খারিজ করা হবে না, এই মর্মে আগামী ১১ ডিসেম্বর বাদী রুহুল আমিন মজুমদারকে আদালতে হাজির হয়ে কারণদর্শাতেও বলেন বিচারক।

উল্লেখ্য, গত বছরের ৯ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক-শ্রমিক-জনতা লীগের এক সভায় কাদের সিদ্দিকী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী পদে একজন রাজাকারকে বসিয়ে রেখে রাজাকারের বিচার করা যায় না। তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে একাত্তরের অপরাধের দায়ে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক। সে যে একজন রাজাকার ছিলেন, তার প্রমাণ আমি দিতে পারবো। তার বিচার করুন- কেউ সাক্ষ্য না দিলে আমি আদালতে গিয়ে সাক্ষ্য দেবো।’

কাদের সিদ্দিকী আরো বলেন, ‘আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বলে রাজাকার আশিকুর রহমানের বিচার করবেন না তা হবে না। তারা একাত্তরে এ পাকিস্তান সরকারের ডিসি ছিলেন। একজন রাজাকার কী অপরাধ করেছে, তারা কয়েক হাজার রাজাকারের চেয়ে বেশি অপরাধ করেছে। আমরা সব রাজাকারের বিচার চাই।’

বঙ্গ-নিউজ ডট কম/আব্দুর রব

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৫২   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ