ধর্মঘট প্রত্যাহার নৌযান শ্রমিকদের

Home Page » আজকের সকল পত্রিকা » ধর্মঘট প্রত্যাহার নৌযান শ্রমিকদের
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০১৪



ship-1415642729.jpgনিজস্ব প্রতিবেদক : নিরাপত্তার দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে নৌযান শ্রমিকরা।সোমবার নৌমন্ত্রীর সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করার কথা জানান নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। তিনি জানান, সোমবার রাত থেকেই নৌশ্রমিকরা কাজ শুরু করবে।

এদিকে ফেডারেশনের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বলেছেন, চট্টগ্রামের লাইটার জাহাজেও রাত থেকেই কাজ শুরু হচ্ছে ।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরে মেঘনা নদীতে একটি লাইটারাজে (ছোট জাহাজ) ডাকাতি হয়েছে দাবি করে নিরাপত্তার দাবিতে শনিবার থেকে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিকরা।

রোববার চট্টগ্রামে বৈঠকের পর লাইটারেজ শ্রমিক ইউনিয়নের একাংশ ধর্মঘট থেকে সরে এলেও অন্য অংশ এবং ফেডারেশন কর্মসূচি চালিয়ে যাওয়ায় চট্টগ্রাম ও মংলা বন্দরে বড় জাহাজ থেকে পণ্য খালাস আটকে থাকার পাশাপাশি নৌপথে পণ্য পরিবহনও বন্ধ থাকে।

এ অবস্থায় সোমবার সন্ধ্যায় ঢাকায় শ্রমিক নেতাদের সঙ্গে নৌ মন্ত্রণালয়ে বৈঠকে বসেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

ফেডারেশনের নেতা আশিকুল আলম বলেন, শ্রমিকদের নিরাপত্তার দিক সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনার পাশাপাশি বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরো জানান, সাতদিনের মধ্যে নিখোঁজ শ্রমিকদের উদ্ধার, ডাকাতি ও অপহরণে জড়িতদের গ্রেফতার ও বিচার এবং নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস মন্ত্রী দিয়েছেন।

কর্ণফুলী-৫ লাইটারেজ লক্ষ্মীপুরে মেঘনায় দুর্ঘটনায় পড়ার পর নৌযান শ্রমিকরা ধর্মঘটে যায়।
চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে সার নিয়ে এমভি কর্ণফুলী-৫ যাচ্ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ী। শনিবার ভোরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাতির খাল এলাকার অদূরে মেঘনা নদীতে আরেকটি মালবাহী জাহাজ এটিকে ধাক্কা দেয় বলে পুলিশ জানায়।

এরপর কর্ণফুলীর তালাবদ্ধ কেবিন থেকে তিন শ্রমিককে উদ্ধার করে পুলিশ। এছাড়া ওই জাহাজের সাত শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনার পর কর্ণফুলী জাহাজে ডাকাতি হয়েছে বলে চট্টগ্রামে খবর ছড়িয়ে পড়লে নৌযান শ্রমিকরা কর্মবিরতি শুরু করে।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম জানিয়েছেন, নিখোঁজ সাত শ্রমিকের মধ্যে একজনের লাশ সোমবার সকালে উদ্ধার করে পুলিশ। বাকি ছয় শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান জোরদারের আশ্বাস মন্ত্রী দিয়েছেন।

বাংলাদেশ সময়: ৮:২৩:৩১   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ