সাঈদীর মামলায় আপিল শুনানি ২২ মে

Home Page » জাতীয় » সাঈদীর মামলায় আপিল শুনানি ২২ মে
সোমবার, ১৩ মে ২০১৩



bnimg-197286-2012-06-20.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ সোমবার শুনানির এ তারিখ ঠিক করে দেন।রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে আবদুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন।

মামলাটি শুনানির জন্য ২ মে কার্যাতালিকায় এলেও রাষ্ট্র ও আসামিপক্ষের মধ্যে নথি বিনিময় শেষ না হওয়ায় শুনানি পিছিয়ে গেল।

বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়।

রায় ঘোষণার এক মাস পর গত ২৮ মার্চ রাষ্ট্র ও আসামিপক্ষ আপিল করে।

আপিলে সাঈদী খালাসের আবেদন করেন। অন্যদিকে যেসব অভিযোগ প্রমাণিত হলেও ট্রাইব্যুনাল সাঈদীকে শাস্তি দেয়া হয়নি, সেসব অভিযোগে সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ।

আপিল করার পর ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সমন্বয়ক এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাইব্যুনাল সাঈদীকে ২০টি অভিযোগের মধ্যে ৮টিতে দোষী সাব্যস্ত করেছে। ওই ৮টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রামাণিত হয়েছে বলেও রায়ে উল্লেখ করা হয়। তবে হত্যাকাণ্ডের মাত্র দুটি অভিযোগে তাকে শাস্তি দেয়া হয়েছে। বাকি অভিযোগগুলোতে ‘মৃত্যুদণ্ড থেকে তুলনামূলক কম শাস্তি হতো’ বলে মনে করায় ট্রাইব্যুনাল আলাদা করে আর কোনো শাস্তির কথা রায়ে বলেনি।

“সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণের পরও এভাবে শাস্তি না দেয়া হচ্ছে আইনের বড় একটি ভুল এবং ন্যায় বিচার নিরুত্সাহিত করা। এটা ট্রাইব্যুনাল করতে পারে না। তাই আমরা সেই ছয়টি অভিযোগেও তার শাস্তি চেয়েছি।

এ ছাড়া ট্রাইব্যুনাল যে ১২টি অভিযোগ থেকে সাঈদীকে খালাস দিয়েছে, সেগুলোতেও ‘পূর্ণ ন্যায় বিচারের’ আবেদন করা হয়েছে জানিয়ে এম কে রহমান বলেন, “আপিল বিভাগ সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে এ অভিযোগগুলোতেও ব্যবস্থা নিতে পারে।”

আপিল দায়েরের পর সাঈদীর আইনজীবী ফরিদ উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাইব্যুনাল যে আটটি অভিযোগে দেলাওয়ার হোসাইন সাঈদীকে শাস্তির আদেশ দিয়েছে, ১৩৫টি গ্রাউন্ড দেখিয়ে তাতে আমরা খালাসের আবেদন করেছি।”

মূল আপিল আবেদন ও নথি মিলিয়ে সাড়ে ৬ হাজার পৃষ্ঠার পেপারবুক জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১:০৭:১৫   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ