রিয়ালের গোল উৎসব

Home Page » খেলা » রিয়ালের গোল উৎসব
রবিবার, ৯ নভেম্বর ২০১৪



goll.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রিয়াল মাদ্রিদের জয়রথ যেন থামছেই না। শনিবার দিবাগত রাতে লা লিগার ম্যাচে ভায়েকানোর বিপক্ষে এক রকম গোল উৎসবে মেতে উঠে লিগার টানা অষ্টম জয়টি তুলে নিলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শনিবার গ্যারেথ বেল, সার্জিও রামোস, টনি ক্রুস, করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ভায়েকানোকে ৫-১ গোলে উড়িয়ে আবারো লিগের শীর্ষ স্থানটি দখল করেছে রিয়াল।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো রিয়াল। কিন্তু রোনালদোর জোড়ালো শট লুফে নেন প্রতিপক্ষের গোলরক্ষক।

তবে প্রথম গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লিগের শীর্ষ দলটিকে। ম্যাচের নবম মিনিটে টনি ক্রুসের পাস থেকে বল পেয়ে দলের হয়ে প্রথম গোলটি আদায় করে নেন গ্যারেথ বেল।

ম্যাচের ৪০তম মিনিটে রামোসের গোলে ২-০ তে এগিয়ে যায় রিয়াল। এর চার মিনিট পর রদ্রিগেজের ভুলে ম্যাচের একমাত্র গোলটি তুলে নেয় ভায়েকানো। প্রথমার্ধে আর কোন গোল না হওয়াতে ২-১তে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরে যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠে রিয়ালের আক্রমণভাগ। ম্যাচের ৫৫তম মিনিটে রোনালদোর পাস থেকে বল পেয়ে দলের তিন নম্বর গোলটি আদায় করে নেন টনি ক্রুস। এর চার মিনিট পর বেনজেমার গোলে আবারো এগিয়ে যায় রিয়াল। এই গোলটির যোগান দাতাও রোনালদো।

সতির্থদের দ্বারা একাধিক গোল করালেও নিজে গোলের দেখা পাচ্ছিল না রোনালদো। তবে ম্যাচের শেষ দিকে ৮৪ মিনিটে অপেক্ষার অবসান ঘটে। ইসকোর বাড়ানো বল জালে জড়িয়ে ম্যাচে নিজের একমাত্র গোলটি আদায় করে নেন পর্তুগিজ অধিনায়ক। লা লিগায় এটি রোনায়দোর ১৮তম গোল।

শেষ পর্যন্ত ৫-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৯:০৪:২৬   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ