বাঙালী-আল রিআন

Home Page » সাহিত্য » বাঙালী-আল রিআন
শনিবার, ৮ নভেম্বর ২০১৪



 536053_335941503172784_1775661629_n.jpg

আমি বাঙালী
আমি স্বাধীন দেশের বাঙালী
এটাই আমার গর্ব
দেশ মাটিই আমার সর্ব।
আমি দেশের গান গাই
আমার সোনার বাংলা
এ গান গেয়ে আমি প্রানে পরম শান্তি পাই।
এ দেশের মাটিতে মিশে আছে
রফিক শফিক সালাম বরকত সহ
হাজার শহীদের বুকের তাজা রক্ত
যারা ছিল দেশ প্রেমিক - ছিল দেশের ভক্ত।
আমি বাঙালী
আমি স্বাধীন দেশের বাঙালী।
আমি সেই মহান নেতার কথা বলি
সে ছিল সর্ব যুগের সেরা বাঙালী
” প্রান দিয়েও দেশকে শত্র” করব ইনশাআল্লাহ
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো
এ দেশের মানুষ কে মুক্ত করে ছাড়বো
ইনশাইল্লাহ ”
যে মুজিব দেশের জন্য নিবেদিত প্রান
আমি লিখি সেই মুজিবের জন্য গান।
আমি বাঙালী
বাংলা আমার মুখের বুলি
বাংলা আমার মায়ের ভাষা
বাংলাকে ঘিরে আমার সকল আশা।
আমি কাজী নজরুলের বিদ্রহের কথা লিখি
তার সংগ্রাম, সতত্যা থেকে আমরা গুনি হতে শিখি।
দারিদ্রের সাথে সংগ্রাম করেছেন জয়ী জাতীয় কবি
যে ছিল এই বাংলার এক মহা বিদ্রহের প্রতিছবি।
আমি বাঙালী
আমি খাঁটি বীর বাঙালীদের কথা বলি।
যারা ছিল চন্দ্র সূর্যর মত খাঁটি
তারা তাদের রক্ত দিয়ে পবিত্র করেছেন
এই বাংলার মাটি।
মুজিব, জিয়া, ভাসানী, ফজলুল হক কত নাম
বাংলা মায়ের কোলে ঘুমিয়েছে অবিরাম।
আমি বাঙালী
আমি স্বাধীন দেশের গর্বিত বাঙালী।
আমার দেশ আমার মা
এক বিন্দু রক্ত থাকতে, তার অপমান হতে দেবনা।
আমাদের দেশের বাংলা ভাষা
লক্ষ প্রানের বিনিময়ে পাওয়া
আমি বাঙালী, এটাই আমার গর্ব
দেশ মাটিই আমার সর্ব।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৪৭   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ