বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অট্টালিকা

Home Page » এক্সক্লুসিভ » বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অট্টালিকা
শনিবার, ৮ নভেম্বর ২০১৪



b.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ মাত্র দুই মাসের ব্যবধানে ফ্লোরিডার সুদৃশ্য অট্টালিকা ‘প্লাজো ডি অ্যামোর’ দামের নতুন রেকর্ড স্থাপন করল। ব্যক্তিগত কম্পাউন্ড হিসেবে সবচেয়ে ব্যয়বহুল ভবনের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে এটি। বৃহস্পতিবার কোল্ডওয়েল ব্যাঙ্কার প্রিভিউজ ইন্টারন্যাশনাল কর্তৃক প্লাজো ডি অ্যামোর-এর মূল্য ওঠে ১৯ কোটি ৫০ লক্ষ ডলার (১,৫২১ কোটি টাকা)। ক্যালিফোর্নিয়ার বেভারলি পাহাড়ের কোলজুড়ে নির্মিত হয়েছে অপরূপ এই অট্টালিকাটি। এটি মোট ২৫ একর জমির উপর স্থাপিত হয়েছে। বর্তমানে অট্টালিকাটির মালিক বিখ্যাত রিয়েল এস্টেট ব্যক্তিত্ব জেফ গ্রিনি।

ফ্লোরিডার হিলসবুরো বিচের লে প্যালাইজ রয়েলের ১৩ কোটি ৯০ লক্ষ ডলারের পূর্বের রেকর্ডকে ছাড়িয়ে গেছে প্লাজো ডি অ্যামোরের মূল্য।

অতিথিদের মূল ভবনে প্রবেশের জন্য রয়েছে মার্বেল পাথর দিয়ে নির্মিত প্রবেশপথ। উপরে ওঠার জন্য রয়েছে সুদৃশ্য বাঁকানো জোড়া সিঁড়ি। বাইরে রয়েছে একটি জলপ্রপাত যা শৈলপ্রান্তের সাথে স্থাপন করা হয়েছে।

এতে বাসযোগ্য স্থান রয়েছে ৫৩,০০০ বর্গফুট। রয়েছে ১২টি বেডরুম ও ২৩টি বাথরুম।

 

ডিসকো বলরুম ও ডিজে বুথসহ বিনোদন কেন্দ্র তৈরি করা হয়েছে ১৫ হাজার বর্গফুট স্থানজুড়ে।

একসঙ্গে ৫০ জনের বসার ব্যবস্থা সম্বলিত সিনেমা দেখার ব্যবস্থাও আছে। এই অট্টালিকায় আছে ২৭টি গাড়ি পার্কিং করার সুবিধা।

মাস্টার বেডরুম তৈরি করা হয়েছে ৫,০০০ বর্গফুট স্থান নিয়ে। এতে রয়েছে ঐতিহ্যবাহী ‘হাম্মাম’ এবং তুর্কি স্টাইলের স্পা।

bg.jpgআউটডোরে রয়েছে বিনোদনের সব রকম ব্যবস্থা। বিনোদনমূলক সুবিধাগুলোর মধ্যে রয়েছে ১২৮ ফুট দীর্ঘ প্রতিফলিত সুইমিং পুল, স্পা, ঝরনা ইত্যাদি। রয়েছে কাবাব বিপনি, টেনিস কোর্টসহ আরো অনেক কিছু।

বাংলাদেশ সময়: ১৫:১৩:২৫   ৪৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ