মেসির সামনে আরেকটি রেকর্ডের হাতছানি

Home Page » খেলা » মেসির সামনে আরেকটি রেকর্ডের হাতছানি
শনিবার, ৮ নভেম্বর ২০১৪



messi1.JPGবঙ্গ-নিউজ ডটকমঃ আগের ম্যাচেই ছুঁয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড; এবার আরেকটি রেকর্ডের হাতছানি নিয়ে স্পেনের লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে খেলতে নামছেন লিওনেল মেসি। এই ম্যাচে একটি গোল করতে পারলেই বার্সেলোনার তারকা ছুঁয়ে ফেলবেন লা লিগায় তেলমো সাররার সর্বোচ্চ গোলের রেকর্ড। আলমেরিয়ার মাঠে বার্সেলোনা খেলতে নামবে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায়।

২০০৬ সালে না ফেরার দেশে চলে যাওয়া সাররা ফুটবলকে বিদায় জানান ১৯৫৩-৫৪ মৌসুমে। সেই সময় পর্যন্ত স্পেনের লা লিগায় ২৫১ গোল করেন তিনি। আলমেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে লা লিগায় আর্জেন্টিনার ফরোয়ার্ড মেসির গোল ২৫০টি।

এইবারের বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলে জয়ের ম্যাচে একটি গোল করে সাররার ৬০ বছরের পুরানো রেকর্ডটির আরো কাছে আসেন মেসি। এরপর রিয়াল মাদ্রিদ ও সেলতা ভিগোর বিপক্ষে গোল পাননি তিনি।

মেসির গোল-খরার এই দুই ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে। তবে আলমেরিয়ার মাঠে নতুন কোনো অঘটন হবে না বলেই মনে হয়। ২০০৩ সালের পর টানা ৩টি ম্যাচ হারেনি বার্সেলোনা। অন্যদিকে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে থাকা আলমেরিয়া এ মৌসুমে ঘরের মাঠে কোনো ম্যাচ জেতেনি।

আর বুধবার চ্যাম্পিয়ন্স লিগে রাউল গনসালেসের সর্বোচ্চ গোলের (৭১) রেকর্ড স্পর্শ করা মেসি আলমেরিয়ার মাঠে সবশেষ তিন ম্যাচে ৬টি গোল পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪:৪০:৫৩   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ