কোবানিতে আইএসের অবরোধ ভাঙতে পারেনি পেশমেরগা

Home Page » বিশ্ব » কোবানিতে আইএসের অবরোধ ভাঙতে পারেনি পেশমেরগা
শনিবার, ৮ নভেম্বর ২০১৪



erak.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করতে এক সপ্তাহ আগে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সিরিয়ার কোবানি অঞ্চলে বীরের বেশে প্রবেশ করেছিল পেশমেরগা বাহিনী। কিন্তু আইএসের কাছ থেকে কোবানি দখল করতে পারেনি তারা। বড়জোর আইএসকে কিছুটা ভোঁতা করতে পেরেছে কুর্দি পেশমেরগা বাহিনী।

ইসলামিক স্টেটের অগ্রযাত্রা দমন করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী সক্ষম হবে কিনা তার আসল পরীক্ষা হবে এই কোবানিতে।

বস্তুত সিরিয়ার যে কয়েকটি শহরে বহুজাতিক বাহিনী স্থল হামলাসহ সমন্বিত হামলা চালিয়েছে তার অন্যতম এই কোবানি।

সাঁজোয়া যান এবং আর্টিলারি সমৃদ্ধ পেশমেরগা বাহিনী আইএসের কাছ থেকে মাত্র কয়েকটি গ্রাম দখল করতে সক্ষম হয়েছে।

তবে শহরটির ফ্রন্টলাইনের কোনো পরিবর্তন হয়নি বললেই চলে। এর পূর্বাঞ্চল এখনো আইএসের দখলে আর পশ্চিমাঞ্চল এখনো সিরিয়ার প্রধান কুর্দি সংগঠনের নিয়ন্ত্রণে।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদুল রহমান বলেন, ‘পেশমেরগার ফলে কোবানিতে আদৌ কোনো পরিবর্তন আসেনি। হয়তো দু’একটা রাস্তা দখল কিংব পুনর্দখল হয়েছে।’

রামি বলেন, কোবানি শহরে আইএস মজবুত অবস্থান গড়ে তুলেছে। কুর্দিরা বলছেন যে তাদের আরো ভারী অস্ত্রশস্ত্র দরকার। কুর্দি যোদ্ধা ও বহুজাতিক বাহিনীর মধ্যেও আরো ভালো সমন্বয় দরকার।

তিনি বলেন, আইএসের আত্মঘাতী হামলাও কার্যকর প্রমাণিত হচ্ছে।

তবে কোবানির একজন স্থানীয় কর্মকর্তা দাবি করেন, পেশমেরগার উপস্থিতি কাজে দিচ্ছে। তারা আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং এতে তাদের অস্ত্রশস্ত্র ধ্বংস হচ্ছে ও যোদ্ধারা মারা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:২২:০৬   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ