আগামীকাল সারাদেশে বিএনপির বিক্ষোভ

Home Page » জাতীয় » আগামীকাল সারাদেশে বিএনপির বিক্ষোভ
শনিবার, ৮ নভেম্বর ২০১৪



bnp.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়ায় প্রতিবাদে রবিবার ঢাকা মহানগরের থানায় থানায় এবং সারাদেশের জেলাসদরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মির্জা ফখরুল বলেন,৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে মাঠ ব্যবহারের জন্য পিডব্লিউডির নিকট এবং মাইক ব্যবহারের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলাম কিন্তু তারা তা দেয়নি।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বরকে যারা অস্বীকার করে তারা বাংলাদেশকে অস্বীকার করে।

দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশের পুলিশ এখন এতোই ক্ষমতাবান হয়েছে যে তারা জনগনের সাংবিধানিক অধিকার মিছিল মিটিং করতে দেয় না। বিরোধী দলের নেতাকর্মীদের রাস্তায় নামতে দেয় না। এমনকি বাসায়ও বৈঠক করতে গেলে তাদের আটক করা হয়।

পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, অথচ আওয়ামী লীগ প্রতিদিন তাদের দলীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল মিটিং করছে পুলিশ সেখানে কোন বাধা দেয় না। শুধু অনুমতি মিলে না বিএনপির বেলায়।

সরকার ইতিহাস বিকৃতি করছে এমন অভিযোগ করে বিএনপির এই মুখপাত্র বলেন, সরকারের যেসব নেতা ৭ নভেম্বরকে সৈনিক হত্যা দিবস বলেন তারা ইতিহাস বিকৃতি করছেন। অথচ এই দিন গণতন্ত্র নতুন করে জন্ম নিয়েছিল। যারা এই দিনকে পালন করে না বা করতে দেন না তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই দিনকে অস্বীকার করা মানে স্বাধীনতাকে অস্বীকার করা।

মির্জা ফখরুল বলেন, যারা জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেন তারাই যুদ্ধের সময়ে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে আতাত করে নিরাপদে থেকেছেন। আবার অনেকে ভারতে পলায়ন করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আহমদ আযম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম আজাদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন খান সোহেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪:০৯:৫৬   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ