কামারুজ্জামানপুত্রের স্পর্ধায় স্তম্ভিত সুরঞ্জিত

Home Page » আজকের সকল পত্রিকা » কামারুজ্জামানপুত্রের স্পর্ধায় স্তম্ভিত সুরঞ্জিত
শুক্রবার, ৭ নভেম্বর ২০১৪



image_83349_0.jpgডেস্কঃআইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমি স্তম্ভিত। যুদ্ধাপরাধীর (কামারুজ্জামান) ছেলে কীভাবে জেলগেটে বলে আমার বাবা কোনো অপরাধ করে নাই। এটা ক্ষমার অযোগ্য অপরাধ, তার কতো বড় স্পর্ধা!’

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে জেগে উঠতে বললেন প্রবীণ আইনজীবী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘যারা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে হরতাল দেয় তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। সবকিছু তামাশাভাবে নিলে হবে না। সুপ্রিম কোর্টকে জেগে উঠতে হবে।’
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চলমান রাজনীতি নিয়ে নৌকা সমর্থকগোষ্ঠী আয়োজিত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সচিবদের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জালিয়াতির তীব্র সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘সচিবরা দুই চার বছর চাকরি বাড়ানোর জন্য প্রতারণা করেছেন। মুক্তিযোদ্ধা না হয়েও সার্টিফিকেট জালিয়াতি করেছেন। এখন আবার চাকরি ছাড়ছেন।’
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘চাকরির মেয়াদ বাড়ানোর পর সচিবরা ওই সময়ে যেসব অর্ডার দিয়েছেন তা অবৈধ। এটা ফৌজদারি অপরাধ। এজন্য চাকরি ছাড়লেই হবে না। তাদের বিচার করতে হবে। তা না হলে দেশে আইনের শাসন বলে কিছু থাকবে না।’
লন্ডনে তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘খালেদা জিয়ার ছেলে তারেককে নিয়ে কিছু বলতে চাই না। সে লন্ডনে স্কুল খুলেছে, ইতিহাসের স্কুল। সেখানে তার একজন গৃহশিক্ষকও আছে। তার ইতিহাস বিকৃতির চেয়ে মস্তিষ্কের বিকৃতি নিয়ে কথা বলা উচিৎ।’
সুরঞ্জিত বলেন, ‘তারেক মন্ত্রী ও নেতাদের নিয়ে কথা বললে ছাড় দেয়া যেতো। সে কোথায় হাত দিয়েছে! তার কি ১৯৭৯ সালে জন্ম হয়েছে? রাষ্ট্রকে বলবো, সব কিছুতে ছাড় দেয়া যায় না। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে।’
তিনি বলেন, ‘তারেক তোতা পাখি হয়ে যা বলছে, তার রাজনৈতিক উদ্দেশ্য আছে। তার এতো বড় স্পর্ধা! এটা কী পাগলামি? সে উন্মাদ। পাগলামির একটা স্টেজ আছে। এটা রাষ্ট্রদ্রোহ অপরাধ। এজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন।’
নৌকা সমর্থক গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, হুমায়ন কবির মিজি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫৮:৪৫   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ