এই দেশ জিয়াউর রহমানের তালুক নয়-মাহবুব-উল আলম হানিফ

Home Page » জাতীয় » এই দেশ জিয়াউর রহমানের তালুক নয়-মাহবুব-উল আলম হানিফ
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০১৪



indfgfgex.jpg

নিজস্ব প্রতিবেদক:আল রিআন:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, এই দেশ জিয়াউর রহমানের তালুক নয়। শেখ হাসিনাকে দেশে না আসতে দেয়ার কোনো মতা জিয়াউর রহমানের ছিল না।
‘শেখ হাসিনাকে দেশে আসতে দেয়া জিয়ার সবচেয়ে বড় ভুল’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এমন বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিয়তে যুবলীগের এক বিােভ সমাবেশে বুধবার দুপুরে তিনি এ কথা বলেন। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বাসভবনে বোমা হামলার প্রতিবোদে ওই সমাবেশের আয়োজন করা হয়।
গয়েশ্বরকে উদ্দেশ্য করে হানিফ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ও আওয়ামী লীগের নেতৃত্বে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশ আপনার নেতা জিয়াউর রহমানের তালুক নয়। আপনার কথায় পরিষ্কার হয়েছে আসলে আপনাদের মাথা থেকে এখনো পাকিস্তানের ভূত দূর হয়নি।
হানিফ আরও বলেন, কারো দয়া বা অনুকম্পায় শেখ হাসিনা দেশে আসেননি। তিনি দেশে এসেছেন জনগণের চাওয়া ও ভালবাসায়। শেখ হাসিনাকে দেশে না আসতে দেয়ার কোনো মতা জিয়াউর রহমানের ছিল না। পাকিস্থানের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, কথা বললে ভেবে চিন্তে বলতে হবে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমরা পাকিস্থানকে ৭১ সালে যুদ্ধে পরাজিত করেছি। প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে ৪৫ বছর পর বাংলাদেশ সরকার এখনো অতীত নিয়ে ঘাঁটাঘাটি করছে। আমি এটা বুঝতে পারছি না যে, কেন বাংলাদেশ সরকার অতীতের কবর খুড়ে অশান্তি বাড়াচ্ছে এবং পুরনো তগুলো আবার খুচিয়ে আলগা করছে। সভায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধরীর বাসভবনে বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার পর থেকেই একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে। সেই স্বাধীনতা বিরোধী রাজাকার-আলবদররা যারা স্বাধীনতা আন্দোলনকে স্তদ্ধ করতে লাখ লাখ মানুষ হত্যা করেছে তারা বিএনপিকে সঙ্গে নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে। এখনো সেই ষড়যন্ত্র অব্যাহত আছে। যার অংশ এই বোমা হামলা।
সভায় সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য সাঈদুর রহমান শহীদ সেরনিয়াবাদ। অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাস, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ যুবলীগের কেন্দ্রীয় ও শাখা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৪৬   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ