মা সালেহা খাতুনের কবরের পাশেই শায়িত থাকবেন কামারুজ্জামান!

Home Page » জাতীয় » মা সালেহা খাতুনের কবরের পাশেই শায়িত থাকবেন কামারুজ্জামান!
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০১৪



infggggggdex.jpgনিজস্ব প্রতিবেদক-:কামারুজ্জামানের ফাঁসির দন্ড কার্যকরের পর তার মা সালেহা খাতুনের কবরের পাশেই তাকে শায়িত এবং জানাজা পারিবারিক ভাবেই তার বাড়িতে সম্পন্ন হবে। মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসি যে কোনো সময় কার্যকর হতে পারে বলে তার নিজ এলাকা শেরপুরে এ ধরণের গুঞ্জন উঠার পর দলীয় ও পরিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে ।

সাংগঠণিকভাবে জানাজায় শরীক না হতে পারার আশংকায় হতাশ হয়ে পড়েছেন স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। তারা যোগাযোগ রাখছেন কামারুজ্জামানের বড়ভাই কফিল উদ্দিনের সঙ্গে। জামায়াতের একটি সূত্র বলেছে, ব্যক্তিগতভাবে তারা জানাজায় শরিক হবেন। দলগতভাবে এতে অংশ নেয়ার সিদ্ধান্ত নেই।

এ বিষয়ে শেরপুর জেলা জামায়াতের আমীর ডা.শাহাদাত হোসাইন জানান, এখনো আমরা নিশ্চিত নই, রায় কার্যকর হওয়ার পর সরকার আদৌ এখানে মরদেহ পাঠাবে কিনা। কাদের মোল্লার দন্ড কার্যকরের পর তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর না করে সরকারের লোকজনই তার এলাকায় দাফন সম্পন্ন করেছিল। তিনি বলেন, রায় কার্যকরের দিন ধার্য হওয়ার পর আমরা সিদ্ধান্ত নেবো। রিভিউ আমাদের শেষ ভরসা। রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের দলগত কোনো প্রস্তুতি নেই।

তবে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, দলগতভাবে নয়, জানাজা হবে পারিবারিকভাবে। জানাজায় আত্মীয়-স্বজনরা উপস্থিত থাকবেন। এখনো রিভিউ আবেদন করা হয়নি । রিভিউ আবেদন গ্রহণ করা হবে বলে আমরা আশাবাদী। তিনি দাবি করেন, তার জানাজার জন্য দলগত কোনো প্রস্তুতির দরকার নেই। এখানে সাংগঠনিক বিষয় জড়িত না। তবে সার্বিক বিষয়ে আমরা মোবাইল ফোনেই যোগাযোগ রক্ষা করে চলেছি।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:১৬   ২২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ