‘জ্বলে উঠুক সুবজ আলো’

Home Page » অর্থ ও বানিজ্য » ‘জ্বলে উঠুক সুবজ আলো’
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০১৪



kkl.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বাংলাদেশ ইডকল একমাত্র প্রতিষ্ঠান যারা গ্রীন এনার্জি বা পরিবেশ বান্ধব সবুজ শক্তি বৃদ্ধিতে বিনিয়োগ করছে। এটাকে শুধু ব্যবসা হিসেবে নিয়েছে। ২০১৫ সাল থেকে পরিবেশ বান্ধব খাতে বিনিয়োগ বাড়াতে সকল ব্যাংকের জন্য বাধ্যতামূলক করা হবে। পরিবেশ রক্ষায় জ্বলে উঠুক আলো। সুবজ আলো।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সোনারগাঁ হোটেলে ‘গ্রীন এক্সপো ২০১৪’ শীর্ষক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মেলার উদ্বোধন করেন প্রধান মন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটিডের(ইডকল) প্রধান নির্বাহী মাহমুদ মালিক।

ড. আতিউর বলেন, গ্রীন এনার্জিতে বিনিয়োগের পরিমাণ বাড়ানোর বিষয়ে পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। পরিবেশ রক্ষার জন্য বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ব্যাংকিং খাতে পরিবেশ বান্ধব অনেক পদক্ষেপ নিয়েছে।

ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে কাগজের ব্যবহার কমানো, প্রযুক্তির জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, ই-ব্যাংকিং ব্যবস্থা চালু, মোবাইল ব্যাংকিং, স্বয়ংক্রিয় ক্লিয়ারিং হাউস স্থাপন, ই টেন্ডার এবং অনলাইনের মাধ্যমে জনশক্তি নিয়োগ ব্যবস্থা ইতিমধ্যে চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

হোটেল সোনারগাঁর বলরুমে আয়োজিত দুই দিনব্যাপী এ মেলা চলবে ৬-৭ নভেম্বর পর্যন্ত। এবারের মেলায় ৪৭টি দেশী এবং ৩টি বিদেশী প্রতিষ্ঠানসহ মোট ৫০টি স্টল অংশ গ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:২৩   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ