রাস্তার চিত্র দেখে মনে হচ্ছে না হরতাল: খাদ্যমন্ত্রী

Home Page » জাতীয় » রাস্তার চিত্র দেখে মনে হচ্ছে না হরতাল: খাদ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০১৪



ind-tytryex.jpgবঙ্গ-নিউজ:খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, রাস্তার চিত্র দেখে কখনও মনে হয় না যে হরতাল হচ্ছে। যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রায়ের পর জামায়াত বলছে রিভিও পিটিশন করবে আবার হরতালও ডাকছে। আদালতের বিরুদ্ধে তাদের হরতাল ওয়েবসাইট ও ভিডিও বার্তার মধ্যেই সীমাবদ্ধ। গণমাধ্যম তাদের ওয়েবসাইটের বার্তা প্রচার করে বলেই মানুষ জানতে পারে হরতাল।বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের দল জামায়াত-শিবিরের হরতালের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

আমাদের চারপাশে কিছু পরোক্ষ শত্রু রয়েছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, বলেন, ড. কামাল হোসেন সবসময় নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের লোক হিসেবে দাবি করেন। কিন্তু তার জামাতা ডেভিড বার্গম্যান আল-জাজিরা টেলিভিশনে সাক্ষাতকারে বলেছে বাংলাদেশের কোন বিচার ব্যবস্থাই নাকি আন্তর্জাতিক মানের নয়। যে আদালতে তার শ্বশুর এবং তার স্ত্রী সাহারা কামাল কাজ করে সেই আদালত নাকি মানসম্মত নয়। এসব ইহুদিদের দেশ থেকে বের করে দেওয়া উচিৎ।

বিএনপি প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, জামায়াত, বিএনপি একই সূত্রে গাঁথা। জঙ্গিবাদের জন্মদাতা বিএনপি ও হাওয়া ভবন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় নিয়ে কথা বলছে না। তাদের নিরবতা দেখে মনে হয় তারা বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে। তবে বিএনপি-জামায়াতকে কোন ধ্বংসান্তক কার্যক্রম করার সুযোগ দেওয়া হবে না।

সংগঠনের সভাপতি অ্যাড.তারানা হালিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৬:০৫:০১   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ