রেলমন্ত্রীর বৌভাতে চার হাজার লোকের আয়োজন

Home Page » আজকের সকল পত্রিকা » রেলমন্ত্রীর বৌভাতে চার হাজার লোকের আয়োজন
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০১৪



image_82948_0.jpgডেস্কঃরেলমন্ত্রী মুজিবুল হকের বৌভাতে অতিথিদের জন্য আয়োজন করা হবে দুই পদের খাবার। যার মধ্যে থাকবে কাচ্চি বিরিয়ানি ও মুরগির রেজালা। সঙ্গে বোরহানি তো থাকছেই। প্রায় চার হাজার অতিথির এ আয়োজনে কেউ যেন খালি মুখে ফিরে না যান সেজন্য বিশেষ নজর রাখা হবে অতিথিদের প্রতি। আর গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠানে ঘটে যাওয়া ছোটখাটো ঘটনা এড়াতে বৌভাত অনুষ্ঠান নেওয়া হচ্ছে সিসি ক্যামেরার আওতায়। মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। ১৪ নভেম্বর সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত হবে রেলমন্ত্রী মুজিবুল হকের বৌভাত অনুষ্ঠান। এতে আমন্ত্রণ জানানো হয়েছে চার হাজার অতিথিকে। অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
মন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বৌভাত অনুষ্ঠানের খাবার হবে খুবই শর্টকার্ট। কোনোরকম ঝক্কি-ঝামেলায় না গিয়ে শুধু কাচ্চি বিরিয়ানি ও মুরগির রেজালা রান্না করা হবে। আর এ খাবার রান্না করবেন সংসদ ভবনের বাবুর্চি সাইদুল ইসলাম। অনুষ্ঠানে আসা অতিথিরা সবাই যেন পেট ভরে খেয়ে যান সেদিকে বিশেষ খেয়াল রাখা হবে। সূত্র জানায়, মন্ত্রীর ইচ্ছা সবাই যেন খেয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। উল্লেখ্য, ২৯ অক্টোবর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় রেলমন্ত্রীর গায়ে হলুদ। ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামে বিয়ে অনুষ্ঠানে বহিরাগত ও ছিঁচকে ছিনতাইকারী এবং পকেটমাররা বহু অতিথির মোবাইল ফোন সেট, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ, পার্সসহ গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিস হাতিয়ে নেয়।
এ ঘটনা মন্ত্রীকে বেশ বিব্রত করেছে। এজন্য মন্ত্রী নিজে সংশ্লিষ্ট সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১৪ নভেম্বরের বৌভাত অনুষ্ঠানটি নির্বিঘ্ন রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ পুরো অনুষ্ঠানস্থল ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ৯:১৩:৩৭   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ