কে শক্তিশালী-আল রিআন

Home Page » সাহিত্য » কে শক্তিশালী-আল রিআন
বুধবার, ৫ নভেম্বর ২০১৪



 imagsdsdes.jpg

হে মহাপতি, মহামান্য
সকল প্রসংসা যে তোমারি জন্য।
আপনি এই সুন্দর ধরনীর-
এক মাত্র অদ্বিতীয় জগদ্বীশর।
এমনি গুন গানে সর্বক্ষণ
মশগুল থাকে ফেরেস্তা গণ।
একদা বিভু তাহার ধরনীতে,
নর নারী সৃষ্টিতে-
হল ব্যাকুল
সুধাল-
ফেরেস্তারা, এমন বাক্য করে শ্রাবণ
মহামান্য মহাজ্ঞানী, করবেন না এমন ভুল।
আমরাই তো সর্বক্ষণ-করি আপনার ভজন।
সকল বাধা উপেক্ষা করে
আল্লাহর সিধান্তনুসারে।
সৃষ্টি হল এক সুন্দর পৃথিবী
যেথায় থাকবে খোদার সৃষ্ট মানব মানবী।
পৃথিবী সৃষ্টির সর্ব শুরুতে-
ধরণী, দোলনার ন্যয় লাগল দুলতে।
এই দেখে ফেরেস্তাগণ ছিল খুব চিন্তায়
কেমনে থাকবে মানব, এই যে দুনিয়ায়।
তদা মহান প্রভুর হুকুমে -
সৃষ্টি হল তুঙ্গ তুঙ্গ পাহাড়।
পেয়ে গিরির ভার, বসুধা হল দাঁড়
এমন কান্ড দেখে ফেরেস্তারা সব নিস্বাড়।
ধরনীর হল একি হাল ?
ফেরেস্তারা বিভুর নিকট করল সুয়াল
হে মহামান্য মহাপতি-
তার বেশি নাই আমাদের জ্ঞান
আপনি আমাদের করেছেন যতটুক দান।
আপনার পৃথিবীর মাঝে সর্বাপেক্ষা শক্তিশালী-
কি ঐ পাহাড় কেই বলি ?
ধরনীর দুলানি নিমিষে হল হত
বসুধার বক্ষে যখন স হল পর্বত।
বিভু ফেরেস্তাদের জওয়াবে কয়-
তোমাদের এ ধারনা সঠিক নয়।
ঐ বিশাল পর্বতের বক্ষে করবে ক্ষত
দৃঢ় ইস্পাত।
এই শুনে ফেরেস্তাগণ-
বিভুর নিকট করে ফের সুওয়াল
ইস্পাতের গোত্রেই কি আপনি দিয়েছেন সব বল।
ইস্পাতের ঐ শক্তিকে জানাই সাবাশ্
তুঙ্গ পর্বতকে যে করতে পারে নিমিমে নাশ।
বিভু বলিলেন, ইস্পাতও নয় তত শক্তিশালী
ইস্পাতের সর্ব ক্ষমতা অগ্নির দূয়ারে হবে খালি।
ইস্পাতের চেয়ে ঐ অগ্নিই হবে, বেশি ক্ষমতাবান
অগ্নি জ্বালিয়ে পুড়িয়ে করবে ক্ষয়, ইস্পাতের প্রান।
ফেরেস্তারা বলে,
হে মহা বিশ্বপতি-আপনিই শ্রেষ্ট মহা জ্ঞানী
আপনার সমতুল্য নাই কেহ গুনী।
আপনি ই দু জাহানের সেরা শিক্ষনী।
আপনার ধরনীর বক্ষে- সর্বাপেক্ষা শক্তিশালী
ঐ অগ্নিকেই বলি ?
আপনার সৃষ্টি আগুন
দুনিয়ার সব দাপটকে করবে খুন।
মহান প্রভু বলিবেন আবার
আমি অগ্নিকেও করিনি ততটা ক্ষমতা দান
অগ্নি যততটা ক্ষমতা বান
আমার দুনিয়ায়-অগ্নির তুলনায়
শক্তিশালী হবে জল।
অগ্নির দাপট থেমে যাবে দেখিলে জলের বল।
ফেরেস্তা গণ অভাক কন্ঠে বলে, হে এলাহী
আমরা অবুঝ, মূঢ় । আপনার কাছে জানতে চাহী
আরো কিছু করেছেন সৃষ্টি-
পানির তুলনায় সেরা শক্তিশালী।
আপনি আল্লাহ, আপনি সৃষ্টিকর্তা, আপনাকেই মহাজ্ঞানী বলি।
আল্লাহ বলেন-পানির শক্তি করবে নাশ
ঐ অদৃশ্য বাতাশ
বাতাশের ছোঁয়ায় সিন্দুর বুকে তুলবে হিল্লোল
বাতাশের কাছে নত হবে জল।
তবে প্রবল বাতাশই হবেনা, সবার সেরা
বাতাশও র্শীষ ক্ষমতায় পরবে ধরা।
প্রভু বলেন,আমার পৃথিবীর মাঝে
আমি করব সেই মানবরে সর্ব ক্ষমতা দান
ঈমানদার মুমিন হবে যে জন।
থাকবে যার, অসীম বিশ্বাস ও প্রীতি
আমার ও আমার রাসূলের প্রতি।
এবং আল্ল¬াহ একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা
এই বিশ্বাসে করবে যে আমায় নতি।
আমি মহামান্য, অসীম, সর্বশ্রেষ্ট- রহমানু !!
শক্তিশালী হবে পীর, আউলিয়া
আমার সৃষ্টি মনু।
হে ফেরেস্তাগণ তোমরা দেখিবে
সে ঈমানদার বান্দার আদেশে
বিশাল পর্বত যাবে ধসে।
মুমিন বান্দার কথায়
বিশাল সমুদ্র শুকিয়ে, দূ দূ মরুভূমী হয়ে যায় ॥

বাংলাদেশ সময়: ০:১৫:০৬   ৪৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ