মা মাধুর্য মায়াবতী

Home Page » সাহিত্য » মা মাধুর্য মায়াবতী
রবিবার, ১২ মে ২০১৩



index1.jpg দেওয়ান লালন বাপ্পী

মাগো মা মায়াবতী

তোমার চরণধূলি সাত আসমান জমিন সাত সমুদ্র খুঁজি
পাই না কেন তবুও এক চিমটি এক মুঠো ধুলো,

মাগো মা
তোমার একটু ছায়া হেথা হোথা সবখানেতে সবাই আছে
অসীম শীতল পরশ তবুও কেন বৃথা,
পাই না কেন তোমার ছায়া
পেখম মেলো পেখম ছড়াও একটু খানি বুকে
তুমি মাগো নাও টেনে নাও আমি তোমার অংশ
শরীর টা যে আমায় দিলে আমার শরীর কেমনে দেব
তোমায় একটুখানি শোধে !

স্বর্গ নয় তার বেশি
অন্তরের অন্তর থেকেও বেশি
অনুভবের পরেও কি সে এমন করেই আসে
স্রষ্টা তুমি কোথায় পেলে
কি বিনিময়ে কি দিলে
এমন করে বুনন করে
শক্ত করেই গেঁথে দিলে মাতৃত্ব মায়া
মাগো তুমি না এলে
কেমন করে ধরণীর বুকে আসত এত আলো
ফুটত এত ফুল
তুমিই শুধু তুমিই শুধু
ধরণীতে আছো গো শুধু একটা মাত্রই
স্থান ,যেথায় এলে স্বর্গপুরী স্বর্গেতে যায় ফিরে
মাগো তোমায় এত মায়া কেন বিধাতা দিলে ?

আমার সারা দেহমালা
আমার সারা জীবন জুড়ে সবটুকু আলোর ছটা
আমার সারাজীবন জুড়ে সুখগুলোও দিই ,
তবুও মাগো তোমার কাছে শোধ হবে না
এক কড়িও ঋণ ,
তাইতো মাগো চিরঋণী হয়েই শুধু এক বিন্দু
তোমার চড়ন ধূলি
চাইছি মাগো
আমি অধম কি বা দিলেম তোমায়?
তুমি মাগো ঋণী করো আমায় ।

(আমার মমতাময়ী মা জননী রওশন আরা বেগম কে, যার চরণধূলি আমার সারা জীবনের ঐশ্বর্য)

বাংলাদেশ সময়: ২১:৩১:৪৫   ৫৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ