তামিমের সেঞ্চুরি, সাকিবের ফিফটি

Home Page » খেলা » তামিমের সেঞ্চুরি, সাকিবের ফিফটি
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০১৪



83305_sakib-and-tamim.jpgবঙ্গনিউজ:সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল, আর ফিফটি ছাড়িয়েছেন সাকিব আল হাসান। খুলনায় তামিম-সাকিবের পার্টনারশিপে জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় সংগ্রহের দিকে যাচ্ছে বাংলাদেশ। এ পর্যন্ত দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ২৭৫ রান।
তামিম ও সাকিব সমান তালে নিজেদের মাইলফলকের দিকে এগিয়ে যান। চতুর্থ উইকেটে তারা এর মধ্যেই ৮৮ রানের পার্টনারশিপ গড়েছেন।
এটা তামিমের ৩৬ টেস্টে পঞ্চম টেস্ট সেঞ্চুরি। তিনি ১০৫ রানে ক্রিজে রয়েছেন। ৩১৫ বলে ১০টি বাউন্ডারি দিয়ে তিনি এই স্কোর করেন।
সাকিব ৬৪ রানে ক্রিজে রয়েছেন। তিনি ৮১ বলে এই রান করেন। এই ইনিংসে রয়েছে ৫টি চার ও একটি ছক্কা।
আজ তামিম ৭৪ ও সাকিব আল হাসান ১৩ রান নিয়ে ইনিংস শুরু করেছিলেন। দলের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৩ রান।
আজ আগের দিনের মতোই ধৈর্যশীল ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ধারা ভাষ্যকাররা বাংলাদেশী ব্যাটসম্যানদের ধৈর্যশীল ব্যাটিংয়ের প্রশংসা করছেন। আজমল তানজিম তো বলেই ফেলেছেন, ‘মিসবাহ ড্যাশিং হিরোতে পরিণত হয়েছেন, আর ড্যাশিং হার্ড-হিটিং ব্যাটসম্যান তামিম হয়ে গেছেন টুক টুক তামিম।’ দুই দিন আগে আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবাইকে অবাক করে স্বাভাববিরুদ্ধে ব্যাটিং করে পাকিস্তানের মিসবাহ টেস্ট ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড করেন, আর দ্রুততম সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন।
তামিম স্বভাববিরুদ্ধ ব্যাটিং করে টিকে থাকার পণ করেই যেন মাঠে নেমেছিলেন। তার এই উদ্যোগ সমালোচিত না হয়ে প্রশংসা পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:১৯:২৭   ৩৯৩ বার পঠিত  




খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ