আফ্রিকার বিস্ময়: ভিক্টোরিয়া ফলস

Home Page » শিক্ষাঙ্গন » আফ্রিকার বিস্ময়: ভিক্টোরিয়া ফলস
রবিবার, ১২ মে ২০১৩



vectoria-fols.jpgরাতুল, বঙ্গ-নিউজ ডটকমঃ ভিক্টোরিয়া ফলস। আফ্রিকার বিশ্বখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত সেই আগের মতোই আছে। বিশাল জলরাশি হয়ে জাম্বিয়ার গা বেয়ে গড়িয়ে পড়াতেই এর অপার সৌন্দর্য। এপারের জিম্বাবুয়েতে দাঁড়িয়ে প্রতিদিন সে সৌন্দর্য দেখে সম্মোহিত হয় হাজারো পর্যটক।ভিক্টোরিয়া জলপ্রপাত উৎপত্তি হয়েছে জাম্বেসি নদী থেকে। এ জলপ্রপাত দুটি দেশের সীমান্তরেখা হিসেবে কাজ করছে- জাম্বিয়া এবং জিম্বাবুয়ের। তবে ভিক্টোরিয়া জলপ্রপাতটি প্রকৃতপক্ষে জাম্বিয়াতেই পড়েছে। তবে ভিক্টোরিয়া জলপ্রপাতের আসল সৌন্দর্যটাই দেখা যায় সীমান্তের ওপারে জিম্বাবুয়ে থেকে।
১৮৫৫ সালে ডেভিড লিভিংস্টোন নামের বিখ্যাত স্কটিশ পর্যটক সর্বপ্রথম এই জলপ্রপাতটি দেখতে পান। আর তক্ষুণি তিনি ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার সম্মানে এই জলপ্রপাতের নাম দিয়ে দেন ভিক্টোরিয়া জলপ্রপাত। তবে স্থানীয় ‘কলোলো’ আদিবাসীদের ভাষায় এই জলপ্রপাতের নাম ‘মসি-ওয়া-তুনয়া’। এর অর্থ হচ্ছে ‘বজ্র সৃষ্টিকারী ধোঁয়া’। ভিক্টোরিয়া জলপ্রপাত পৃথিবীর সবচেয়ে চওড়া জলপ্রপাত। উচ্চতায় এটি মাত্র ১০৮ মিটার হলেও চওড়ায় এই জলপ্রপাত প্রায় ১,৭০৮ মিটার বা ৫,৬০৪ ফুট দীর্ঘ। আর পৃথিবীর সবচেয়ে চওড়া এই ভিক্টোরিয়া ফলস থেকে গড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৩৮,০০০ ঘনফুট পানি নিচে পড়ছে। সবচেয়ে মজার ব্যাপার এই বিশাল পরিমাণ পানি প্রচণ্ড গতিতে নিচে আছড়ে পড়ে সৃষ্টি করছে প্রচুর পরিমাণ ধোঁয়া আর কুয়াশা, যা কিনা প্রায় ১০-১২ কিলোমিটার দূর থেকেও দেখা যায়।

পর্যটকেরা তো বটেই, যাদের পর্যটন ব্যবসা অনেকটাই ভিক্টোরিয়া জলপ্রপাতের ওপর নির্ভরশীল, সেই জিম্বাবুয়ে এমনকি ভিক্টোরিয়া ফলসের আসল ‘মালিক’ হয়েও এর সৌন্দর্য যাদের চোখের আড়ালে, সেই জাম্বিয়াও কৃতজ্ঞ থাকতে পারে ডেভিড লিভিংস্টোন নামের সেই ভদ্রলোকের কাছে। তার আবিষ্কারের পর থেকেই দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকে ভিক্টোরিয়া জলপ্রপাতের রূপমাধুর্যের কথা। আজ তো সারা বিশ্বেরই অন্যতম দর্শনীয় স্থান এটি।
এই এক জলপ্রপাত যেন ভিক্টোরিয়া ফলস শহর আর বাকি জিম্বাবুয়ের মধ্যে অদৃশ্য এক বিভাজন রেখা টেনে দিয়েছে। রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক মন্দায় ধুঁকতে থাকা জিম্বাবুয়ের চেহারা এখানে পুরোই বিপরীত। জাম্বিজি নদীর ওপর ডুবতে থাকা সূর্য বেদনার বিউগল না বাজিয়ে শোনায় আরেকটি সুন্দর সকালের তোপধ্বনি। সেই সাদা-কালোর ভেদাভেদহীন শহর কেবলই সৌহার্দ্য, শান্তি আর আনন্দের।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৪২   ১৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ