ছয় বছরের শিশুকে দুবার ধর্ষণ ভারতীয় শিক্ষকের

Home Page » বিশ্ব » ছয় বছরের শিশুকে দুবার ধর্ষণ ভারতীয় শিক্ষকের
রবিবার, ২ নভেম্বর ২০১৪



delhi-gang-rape.jpgবঙ্গনিউজ:নয়াদিল্লি: ভারতের বাঙ্গালোরে ছয় বছরের এক শিশুকে ১০ দিনের কম সময়ের ব্যবধানে দুবার ধর্ষণ করা হয়েছে বলে এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
পূর্ব বাঙ্গালোরের একটি বেসরকারি স্কুলের ক্যাম্পাসে মঙ্গলবার ও পরের বুধবার এক হিন্দি শিক্ষক এই পাশবিক কাণ্ড ঘটান বলে অভিযোগে বলা হয়। শিশুটি প্রথম শ্রেণীর ছাত্রী।
অভিযোগ ওঠা ৩৭ বছর বয়সী ওই হিন্দি শিক্ষককে জয়শঙ্কর বলে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে আটক করেছে।
শিশুটির মা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। বাবা ক্যাবচালক। মঙ্গলবার ওই স্কুলে ছেলেদের শৌচাগারে ধর্ষণের প্রথম ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। ওই দিন স্কুল থেকে ফিরে শিশুটি তার গোপনাঙ্গে জ্বালাপোড়ার কথা মাকে জানালে তিনি ধরে নেন কোনো কারণে সংক্রমণ হয়েছে।বুধবার শিশুটি মায়ের কাছে একই নালিশ করলে মা দেখতে পান অবস্থা শোচনীয়। মেয়েকে তিনি দ্রুত একজন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার চিকিৎসকের কাছে নিয়ে যান। ওই চিকিৎসক পরীক্ষা করে জানান, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে।
কিন্তু এ ব্যাপারে তিনি লিখিত কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। এ পরিস্থিতিতে মা হতবুদ্ধি হয়ে যান। বৃহস্পতিবার তিনি যথারীতি মেয়েক স্কুলে পাঠান। নিজের প্রতিষ্ঠানে গিয়ে কাঁদতে শুরু করেন। এ সময় তার সহকর্মীরা ঘটনা শুনে তাকে সহায়তা করতে এগিয়ে আসেন।
তারা চাইল্ড হেল্পলাইনে যোগাযোগ করে কারও কোনো সাড়া পাননি। অনেক চেষ্টা করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যোগাযোগ করেন। পরে এক এনজিওকর্মীর সহায়তায় তারা শিশুটিকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যান।
ওই হাসপাতালে তখন একজন স্ত্রীরোগ ও একজন শিশুবিষয়ক চিকিৎসক দায়িত্ব পালন করছিলেন। তারা ওই শিশুকে একজন ফরেনসিক বিশেষজ্ঞের কাছে নিয়ে পরীক্ষা করার পরামর্শ দেন। পরে বাবা-মাকে নিয়ে জীবন বিমা নগর থানার পুলিশের কাছে যান।পুলিশের সহায়তায় শিশুটি ওই শিক্ষককে শনাক্ত করে। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শিশুটির পরিবারের জন্য সবচেয়ে মর্মন্তুদ বিষয়টি হলো, ওই শিক্ষক একসময় শিশুর মাকেও পড়িয়েছিলেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ সময়: ১৩:২৩:২২   ৪১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ