নাটোরের সমাবেশে নেই জামায়াত!

Home Page » জাতীয় » নাটোরের সমাবেশে নেই জামায়াত!
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০১৪



image_104551_0.jpgকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ নাটোর: ২০ দলের সমাবেশের কর্মসূচিতে স্থান দখল নিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটলেও নাটোরের চিত্র ভিন্ন। কারণ শনিবার বেলা ১১টা পর্যন্ত শহরের নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠে জামায়াতের জন্য নির্ধারিত স্থানটি সম্পূর্ণ ফাঁকা রয়েছে। বিষয়টি নিয়ে মাঠে উপস্থিত নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।দুপুর একটার পর আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসনের জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নাটোরের এনএস কলেজ মাঠে বিএনপি নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। কিন্তু জোটের অন্যতম শরিক জামায়াত ও শিবিরের কোনো নেতাকর্মী মাঠে নেই। তবে একটি সূত্র জানিয়েছে, শেষ মুহূর্তে বড় একটি মিছিল নিয়ে যোগ দিতে পারেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

প্রায় পাঁচ বছর পর খালেদা জিয়ার নাটোর আগমনকে কেন্দ্র করে বিএনপিতে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে জোটের শরিক জামায়াত সম্পূর্ণ নীরব। গোটা শহরে বিএনপি নেতারা ব্যানার ফেস্টুন দিয়ে ছেঁয়ে ফেললেও কোথাও নেই জামায়াতের ব্যানার ফেস্টুন।

নাটোরসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে জামায়াতের ব্যাপক প্রভাবের কথা বলা হলেও কয়েকটি স্পটে দলের জেলা আমির অধ্যাপক মো. ইউনুস আলীসহ অন্যান্য নেতাদের মুক্তি চেয়ে দেয়ালে সাটানো পোস্টার ছাড়া কিছুই দেখা যায়নি।

এছাড়া জোটের শরিক জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের ছবি দিয়ে বেশ কিছু স্থানে পোস্টার ও ফেস্টুন চোখে পড়েছে।

এর আগে বেলা সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হয়েছেন খালেদা জিয়া। তিনি দুপুর দুইটার মধ্যে নাটোরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। আবার বিকেলে কর্মসূচি শেষ করে তিনি সড়কপথে ঢাকায় ফিরবেন।

এদিকে ৬০ ফুট প্রস্থ ও ৪০ ফুট দৈর্ঘ্যের সুবিশাল মঞ্চে জেলা সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলার নেতারা উপস্থিত আছেন। একটু পর পর মাইক থেকে আগত নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে মাঠে অবস্থান করার জন্য বলা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া নাটোরের জনসভা থেকে কোনো কর্মসূচি দেবেন না। তবে অন্যান্য জনসভার মতো এবারো তিনি আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানাবেন। পাশাপাশি আগামী দিনের আন্দোলনের কিছু নির্দেশনাও থাকতে পারে বিএনপি প্রধানের বক্তব্যে।

সবশেষ সেনাসমর্থিত সরকারের সময় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ২০০৮ সালে ১৮ ডিসেম্বর নাটোর এসেছিলেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:৫৫   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ