ট্রাইব্যুনালের গতি ঝুলে পড়েছে

Home Page » আজকের সকল পত্রিকা » ট্রাইব্যুনালের গতি ঝুলে পড়েছে
শনিবার, ১ নভেম্বর ২০১৪



image_81855_0.jpgডেস্কঃআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গতি বর্তমানে ঝুলে পড়েছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।তিনি বলেন, ‘২০১৩ সালে ট্রাইব্যুনাল গতিশীল ছিল, বর্তমানে তা ঝুলে পড়েছে। সে দিক দিয়ে আমাদের হতাশা রয়েছে।’ছয় দফা দাবিতে গণজাগরণ মঞ্চের দু’দিনের জাগরণযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বাস ও মাইক্রোযোগে জাগরণযাত্রার বহরটি ঝিনাইদহ শহরে এসে পৌঁছায়। দু’দিনের জাগরণযাত্রা কর্মসূচিরতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতটি জেলা সফর করবেন তারা।সাঈদীর সাজা কমানোর ব্যাপারে ইমরান বলেন, ‘যুদ্ধাপরাধী সাঈদীর রায় দ্রুত পরিবর্তন করা হয়েছে। আমরা আমাদের প্রত্যাশিত বিচার পাইনি। এটি সঠিক বিচার হয়নি। আমরা এর সঠিক বিচার দাবি করছি।’
তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি হবে। অনেকে সাজা পেয়েছে আর অনেকেরটা ঝুলে আছে। আর সেগুলো বিচারের ক্ষেত্রে এখন কাল ক্ষেপন করা হচ্ছে।’এ সময় তিনি জামায়াত-শিবির নিষিদ্ধের পাশাপাশি তাদের সহযোগীদেরও বিচার দাবি করেন। সেই সঙ্গে রাষ্ট্রপতির যুদ্ধাপরাধীদের ক্ষমার বিধান বাতিল করতে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার, শিবলী সাদিক, মারুফ রাসেল, প্রীতি লতা, মুক্তা বাড়ইসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদীর রিভিউ পিটিশন বাতিল, সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয়দফা দাবিতে এই জাগরণযাত্রা কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ।

বাংলাদেশ সময়: ৮:২৯:০৬   ৪১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ