অগ্নিকাণ্ডে আমার দেশ পুড়ে ছাই ; মৃত্যু হয় তিন জনের

Home Page » আজকের সকল পত্রিকা » অগ্নিকাণ্ডে আমার দেশ পুড়ে ছাই ; মৃত্যু হয় তিন জনের
শনিবার, ১ নভেম্বর ২০১৪



image_81832_0.jpgডেস্কঃঢাকার কারওয়ান বাজারের বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনে অগ্নিকাণ্ডের ফলে জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামালসহ সবকিছু পুড়ে গেছে। এছাড়া ভবনটিতে থাকা এনটিভি ও আরটিভির সম্প্রচার বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ, হতাহত বা ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।দুপুর পৌনে ১২টা দিকে ভবনের ১১ তলায় এ আগুনের সূত্রপাত। ওই তলায় দৈনিক আমার দেশের কার্যালয় অবস্থিত। ফায়ার সার্ভিসের অন্তত: ২০টি ইউনিট দুই ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবন থেকে নেমে আসা আমার দেশের একজন কর্মী জানান, কিছু বুঝে উঠার আগেই তারা হঠাৎ কালো ধোয়া দেখতে পান। এরপরই তারা দ্রুত নিচে নেমে আসেন। ওই সময় কার্যালয়ের ভেতরে আর কেউ ছিল না। একই ভাবে এনটিভি ও আরটিভির কর্মীরাও আগুন লাগার পর নিচে নেমে আসেন। ঘটনার সময় ওই ভবনে একটি কর্মশালাও চলছিল। ওই কর্মশালায় অংশগ্রহণকারী ও অতিথিরা দ্রুত নিচে নেমে যান। এই অগ্নিকাণ্ডের তদন্তের দাবি করে এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু বলেছেন, এ ঘটনার তদন্ত করা উচিত। ২০০৭ সালের অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট এখনো জমা দেওয়া হয়নি। আবারও আগুন লাগলো। কি কারণে বার বার আগুন লাগছে, সেটার তদন্ত করে আসল তথ্য বের করতে হবে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান সাংবাদিকদের জানান, বিএসইসি ভবনের অগ্নিকাণ্ডের বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি এই ভবনে আগুন লেগে এনটিভি, আরটিভি ও আমার দেশসহ ১০টি প্রতিষ্ঠানের কার্যালয় পুড়ে যায়। মৃত্যু হয় তিন জনের।

বাংলাদেশ সময়: ৭:৫০:৫৪   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ