একজন ভালো স্ত্রীর ১০টি অনন্য গুণ জেনেনিন !

Home Page » এক্সক্লুসিভ » একজন ভালো স্ত্রীর ১০টি অনন্য গুণ জেনেনিন !
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪



thkkjhghjgjg.jpg

 

কম বেশি সব মেয়েদেরই স্বপ্ন থাকে বিয়ের পর নিজেকে একজন ভালো স্ত্রী প্রমাণ করার। শ্বশুরবাড়িতে ও স্বামীর কাছে নিজেকে একজন চমৎকার বউ এবং স্ত্রী হিসাবে প্রমাণ করার জন্য আমাদের সমাজে মেয়েদের চেষ্টার ত্রুটি থাকে না। তবে একজায়গায় গোল বাঁধে আর সেটা হলো অনেকেই বুঝে উঠতে পারেন না ঠিক কোন কাজগুলো করাটা জরুরী কিংবা কোন কাজগুলো তাকে সহায়তা করবে এখন ভালো স্ত্রী হিসাবে স্বীকৃতি পেতে। জানতে চান ব্যাপারগুলো? জেনে রাখুন একজন ভালো স্ত্রীর ১০ গুণ।

নিজেকে প্রস্তুত করুন

যদি গৃহিণী হয়ে থাকেন, তাহলে সারাদিন পর আপনার স্বামী বাসায় আসার আগে নিজেকে প্রস্তুত করুন। কিছুটা সময় নিয়ে সুন্দরভাবে রেডি করুন নিজেকে। কারণ তিনি সারাদিন অফিসে অনেক কাজ করেছেন এবং সবকিছু মিলিয়ে মানসিক চাপ থাকেই, তাই বাসায় আসার পর চাইবেন একটু ভালো থাকতে। তাই আপনি যদি সুন্দর ভাবে থাকেন তার মন এমনিতেই ভালো হয়ে যাবে আপনাকে দেখে। আর চাকরিজীবী হলে আর কিছু না হোক, একটি হাসি দিয়ে দিনশেষে তার সাথে প্রথম দেখাতা করুন।

সুযোগ পেলে তার পছন্দের খাবার রান্না করুন

প্রতিদিন তো আর ভালো ভালো খাবার রান্না করা যায় না, কিন্তু যখন যাই রান্না করবেন বাড়ির সবার পছন্দ মিলিয়েই রান্না করুন। আর ছেলেরা এমনিতেই খুব ভোজনরসিক হয়ে থাকেন। বাড়িতে যত কাজের লোক থাকুক, নিজের স্ত্রীর হাতের এটা-ওটা রান্না খেতে তাঁরা খুব ভালোবাসেন। একটু কষ্ট না হয় করলেনি প্রিয় পুরুষের জন্য।

বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন

নিজের বাসাটা খুব সুন্দর করে গুছিয়ে রাখুন। বাসায় বাচ্চা থাকলে সবকিছু নষ্ট করবে এটাই স্বাভাবিক। কিন্তু আপনার দায়িত্ব হল সব কিছু খেয়াল করে গুছিয়ে রাখা। বাইরে থেকে আসার পর যদি সব কিছু পরিপাটি আর গোছানো থাকে তখন এমনিতেই সবার মন ভালো হয়ে যায়। দেখবেন আপনার নিজেরও ভালো লাগবে। নিজে না পারলে কাজের লোক দিয়ে হলেও বাসাটা সুন্দর রাখুন।

সন্তানদের সঠিকভাবে শিক্ষা দিন

একজন স্ত্রী তখনই কোন পুরুষের চোখে আদর্শ স্ত্রী হয়ে ওঠেন, যখন তিনি হতে পারেন আদর্শ মা। এবং মনে রাখবেন সন্তানের ভবিষ্যৎ কিন্তু আপনার হাতেই। তাই সন্তানের দিকে মনযোগটা দিন সবচাইতে বেশী।

অপ্রয়োজনীয় কাজ করা থেকে বিরত থাকুন

দুজনে কতটা সময়ই বা একসাথে পান বলুন? তিনি চাকরি করেন, হয়তো আপনিও। কিংবা ব্যস্ত থাকেন সংসার নিয়ে। এক্ষেত্রে যেটুকু সময় একসাথে থাকবেন, তখন কোন অপ্রয়োজনীয় কাজ করবেন না। নিজের সম্পূর্ণ সময় ও মনযোগ তাঁকে দিন।

যে কাজগুলো কখনোই করবেননা

দিনশেষে স্বামী বাসায় আসার সাথে সাথেই তার সাথে ঝামেলার কোন কিছু নিয়ে আলাপ-আলোচনা শুরু করবেন না। যেমন- রাতে ফিরতে কেন দেরি হল, তার কোন একটা কিছু করতে ভুল হয়েছে, ফোন করেনি কেন, জানায় নি কেন আসতে যে দেরি হবে ইত্যাদি। এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখুন। পরে ঠাণ্ডা মাথায় বলবেন, বাসায় ঢোকার সাথেই ঝাঁপিয়ে পড়বেন না।

তার কথা শুনুন

হ্যাঁ, পুরুষেরা কথা বলে কম। বিশেষ করে স্ত্রীর কাছে অনেক কিছুই চেপে যান তাঁরা। কেন? কারণ মেয়েদের স্বভাব হলো কিছু না শুনেই রি অ্যাক্ট করা। এই কাজটি করবেন না। শান্ত মাথায় স্বামীর মনের কথা শুনুন, তার সাথে সুখ-দুঃখ ভাগ করে নিন।

তাকে কিছুটা সময় নিজের মত থাকতে দিন

সারা সপ্তাহ কাজ করার পর ছুটির দিনে তাকে তার নিজের মত করে থাকতে দিন। কেন ঘুরতে যেতে চাচ্ছেন না, কেন শপিং অথবা খাওয়াতে নিয়ে গেলেন না, বাচ্চাদের কেন ঘুরাতে নিয়ে যান না এইসব অভিযোগ না করাই ভালো। কারণ বেশ কিছুদিন টানা কাজ করার পর মানুষ একটু বিশ্রাম নিতে চায়, নিজের মত করে কিছুটা সময় পার করতে চায়। তাই সমস্ত অভিযোগ করা থেকে দূরে থাকুন।

শান্তিময় পরিবেশ বজায় রাখুন

কখনো অকারনে ঝগড়া করবেনা। স্বামীকে অযথা সন্দেহ করবেন না কোন ভুল ছাড়া। সবসময় নিজের সংসারটাকে শান্তিময় রাখুন। আপনিও ভালো থাকবেন সেও ভালো থাকবে। নিজেদের মধ্যে ভালোবাসা বাড়বে।

নিজের জায়গা বুঝে সবকিছু করুন

কথায় আছে A good wife always knows her place! বুঝতে পারছেন নিশ্চয়ই। তাই যখন যাই করবেন তা বুঝে শুনে করুন। এমন কোন কাজ করে ফেলবেননা যাতে করে আপনার এবং আপনার স্বামীর মর্যাদাহানি হয়। নিজের শ্বশুরবাড়ির মানুষ গুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। তাদের কোন দোষ বা ভুল নিয়ে স্বামীর সাথে আলাপ না করাই ভালো।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৫০   ৪৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ