বঙ্গ-নিউজ ডটকমঃঢাকা: মানবতাবিরোধী অপাধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই সংবাদটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমসমূহ।‘বাংলাদেশ ইসলামিস্ট লিডার মতিউর রহমান নিজামী সেন্টেসড টু ডেথ’ শিরোনামে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘‘১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের বৃহৎ ইসলামিক রাজনৈতিক দলের প্রধানকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।”
প্রতিবেদনে বলা হয়, ‘‘নিজামী ২০০১-২০০৬ সালের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পূর্বের মতো রাজপথে সংঘর্ষের আশংকায় দেশটির রাজধানী ঢাকাসহ অনান্য শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
‘জামায়াত চিফ সেন্টেন্সড টু ডেথ ইন বাংলাদেশ’ শিরোনামে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ‘‘১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রায় দেয়ার সময় নিজামী আদালতে উপস্থিত ছিলেন।”
প্রতিবেদনে বলা হয়, ‘‘আদালতে দেয়া রায় প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী। রায়ের প্রতিবাদে দেশব্যাপী তিনদিনের হরতাল আহ্বান করছে সংগঠনটি, যেটি বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে।”
‘বাংলাদেশ ওয়ার ক্রাইমস ট্রাইবুনাল সেন্টেসেস ইসলামিস্ট লিডার টু ডেথ’ শিরোনামে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘‘মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধানকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।”
প্রতিবেদনে বলা হয়, ‘‘সমালোচকরা বলছেন, দেশটির প্রধান দুই বিরোধী দল বিএনপি ও জামায়াতকে দুর্বল করতেই এ বিচার শুরু করেছে সরকার। ট্রাইবুনালে দেয়া রায়কে কেন্দ্র করে ১০০ এর বেশি লোক প্রাণ হারিয়েছে।”
এতে বলা হয়, ‘‘রায়ে বিস্ময়, হতাশা ও দুঃখ প্রকাশ করেছে জামায়াত। রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে দলটি।”
‘বাংলাদেশ জামায়াত চিফ সেন্টেসড টু ডেথ ফর ওয়ারক্রাইম’ শিরোনামে এক্স ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ‘‘বাংলাদেশে জামায়াতে ইসলামীর প্রধানকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে দেশটির যুদ্ধাপরাধ আদালত। নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
প্রতিবেদনে বলা হয়, ‘‘এর আগে গত বছর জামায়াতের অন্য নেতাদের দেয়া রায়ের সময় দেশটির রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠে। সংগঠনটির হাজার হাজার নেতা-কর্মী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
‘বাংলাদেশ ওয়ার ক্রাইমস ট্রাইবুনাল সেন্টেসেস জেআই চিফ টু ডেথ’ শিরোনামে ডন তাদের প্রতিবেদনে বলেছে, ‘‘যুদ্ধাপরাধের দাযে বুধবার বাংলাদেশের বৃহৎ ইসলামিক দল জামায়াতে ইসলামীর প্রধানকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। এ রায়ে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।”
প্রতিবেদনে বলা হয়, ‘‘রায়কে কেন্দ্র করে দেশটির বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত বছরে জানুয়ারি মাসে নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে নিহত ৫০০ এর বেশি লোক।”
‘বাংলাদেশ ইসলামিস্ট লিডার সেন্টেসড টু হ্যাং ফর ওয়ার ক্রাইম’ শিরোনামে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ‘‘বাংলাদেশে সহিংসতার আশংকার ভেতরেই দেশটির বৃহৎ ইসলামী দলের প্রধানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।”
প্রতিবেদনে বলা হয়, ‘‘গত বছর দলটির সিনিয়র নেতাদের দেয়া রায়ের পর দেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। আর তাই দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিজামীর রায়ের প্রতিবাদে তিন দিনের হরতাল ডেকেছে জামায়াত।”
এতে বলা হয়, ‘‘মানবাধিকার কর্মীরা ট্রাইবুনালের সমালোচনা করে আসছেন। তারা বলছেন, ট্রাইবুনালে আন্তর্জাতিক মানের ঘাটতি রয়েছে।”
বাংলাদেশ সময়: ১৭:৩১:৫৫ ৩১১ বার পঠিত