৮ নভেম্বর সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ

Home Page » আজকের সকল পত্রিকা » ৮ নভেম্বর সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ
বুধবার, ২৯ অক্টোবর ২০১৪



image_81240_0.jpgডেস্ক রিপোর্টঃ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা বললেও তা একদিন পিছিয়ে ৮ নভেম্বর করবে বিএনপি। আজ বুধবার মহানগর বিএনপির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার দুপুরে জনসভা সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক করে। মহানগর বিএনপির আহ্বায়ক দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এতে সভাপতিত্ব করেন। বৈঠক সূত্র জানায়, ৭ নভেম্বর শুক্রবার থাকায় সমাবেশ শনিবার আট নভেম্বর করার সিদ্ধান্ত হয়। এছাড়া ৭ নভেম্বর বাদ জুমা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রমহমানের মাজার জিয়ারত করতে যাওয়ার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে বিএনপি। ৭ নভেম্বর এ জনসভার অনুমতির জন্য ইতোমধ্যেই ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠি দেয়া হয়েছে। তবে জনসভা একদিন পিছিয়ে ৮ নভেম্বর হতে পারে। সোহেল বলেন, ৭ নভেম্বরকে ধরেই আমাদের প্রস্তুতি সভা। তবে ৮ নভেম্বর জনসভা হতে পারে। তবে একদিন আগে-পরে হতে পারে। এ ব্যাপারে ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
জনসভার বিষয়ে ডিএমপির অনুমতি পাওয়া গেছে কি না এমন প্রশ্নের জবাবে সোহেল বলেন, আমরা চিঠি পাঠিয়েছি। তারা এখনো রেসপন্স করেনি। পুলিশ একেবারে শেষ মুহূর্তে অনুমতি দিয়ে থাকে। এবারও হয়ত শেষ মুহূর্তেই পাওয়া যাবে। আমাদের প্রস্তুতি চলছে। মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মহানগর কমিটির উপদেষ্টা আব্দুস সালাম, মহানগর যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, এস এ খালেক, সালাহউদ্দিন আহমেদ, ইউনুস মৃধা, তানভীর আহমেদ রবিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৪২   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ