ফেসবুক বন্ধুর টানে বাংলাদেশে

Home Page » এক্সক্লুসিভ » ফেসবুক বন্ধুর টানে বাংলাদেশে
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০১৪



81648_kulaura-picture281014.jpgবঙ্গ-নিউজঃফেসবুকের মাধ্যমে বেলজিয়ামের আইএ্যান প্রিয়ার জেন্সের সাথে মাত্র ৬ মাস আগে বন্ধুত্ব হয়েছিল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সোহেল আহমদের সাথে। সময়ের পরিক্রমায় বন্ধুত্ব গভীর থেকে আরো গভীর হতে থাকে। সোহেল এক সময় ভদ্রতাবশত আইএ্যান প্রিয়ার জেন্সকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানায়। কে জানতো আইএ্যান প্রিয়ার জেন্স সেই আমন্ত্রণে সূদূর বেলজিয়াম থেকে বাংলাদেশের অজোপাড়া গ্রাম জুড়ীতে চলে আসবেন? হ্যাঁ বাস্তবে সেটাই ঘটেছে। সোমবার বিকেলে আইএ্যান প্রিয়ার জেন্স মৌলভীবাজারের জুড়ীতে চলে এসেছেন সেই অসম বন্ধু সোহেল আহমদের বাড়িতে। জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের মৃত নাজিম উদ্দিন ও রুসনা বেগমের ছেলে সোহেল আহমদ কলেজ রোডে নাছির পোল্টি ফিড এন্ড মেডিসিনে ম্যানেজার পদে চাকরি করেন। সোহেল জানান, ‘মাস ছয়েক আগে আইএ্যান প্রিয়ার জেন্সের সাথে ফেসবুকে বন্ধুত্ব হওয়ার পর মাঝে মধ্যে দুজনের মধ্যে চ্যাট হতো। কয়েক দিন আগে আমি তাকে এমনি এমনি বাংলাদেশ দেখার আমন্ত্রণ জানাই। আমি আসলে বুঝতে পারিনি তিনি সত্যি সত্যি চলে আসবেন। তিনি চলে আসাতে আমি ও আমার পরিবার দারুণ খুশি হয়েছি। তিনি যতদিন থাকতে চান আমরা তাকে সম্মানের সাথে রাখবো।’ জেন্স ১৯৮১ সাল থেকে ইউরোপিন ইউনিয়নের ট্রান্সলেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১০ সালে অবসর নিয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করে করে বেড়াচ্ছেন। তিনি জানান, সোহেলের আমন্ত্রণ পেয়ে প্রথমে ভারতের কলকাতায় আসেন ২ অক্টোবর। সেখানে কয়েক দিন থেকে বাইসাইকেলে গত ১৮ অক্টোব রাজশাহীর নওগাঁ হয়ে ঢাকায় আসেন। সেখানে কয়েক দিন ঘুরে বেড়িয়ে রিরামপুর, গাইবান্দা, শেরপুর, হালোয়া ঘাট, ময়মনসিংহ, মোহনগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট হয়ে জাফলং আসেন। গত সোমবার জাফলং থেকে গোলাপগঞ্জ, শেওলা, বিয়ানীবাজার, বড়লেখা হয়ে জুড়ীতে আসেন তিনি। জুড়ী জাঙ্গিরাই চত্ত্বরে আসলে সোহেল আহমদ তার সাথে দেখা করে তার বাড়িতে নিয়ে যায়। বর্তমানে আইএ্যান প্রিয়ার জেন্স জুড়ীতে সোহেল আহমদের বাড়িতে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ২৩:২১:৫৭   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ