জনশক্তি রফতানির বিষয়ে প্রধানমন্ত্রীর আরব আমিরাত সফর ফলপ্রসূ হয়নি: এরশাদ

Home Page » জাতীয় » জনশক্তি রফতানির বিষয়ে প্রধানমন্ত্রীর আরব আমিরাত সফর ফলপ্রসূ হয়নি: এরশাদ
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০১৪



75053_ershad1.jpgবঙ্গ-নিউজ:জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জনশক্তি রফতানির বিষয়ে প্রধানমন্ত্রীর আরব আমিরাত সফর ফলপ্রসূ হয়নি।
মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় ওলামা পার্টি আয়োজিত ওলামা-মাশায়েখ মহাসম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে এরশাদ সম্মেলনে বলেন, মানুষ হত্যা করে কেউ মতায় থাকতে পারে না। তাই তার দল পরিবর্তন চায়। তিনি বলেন, এক আল্লাহ ছাড়া আর কাউকে আমি ভয় করি না। কারো কাছে মাথা নত করি না।
জাতীয় ওলামা পার্টির সভাপতি কারি হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম হাবিব দুলাল, এম এ হান্নান এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, নুরুল ইসলাম নুরু প্রমুখ।
এরশাদ বলেন, সে দিন এক সভায় আমি বলেছি, ‘সময় কম, বসে থাকার সময় নেই’ অনেকে এটাকে ভিন্নভাবে লিখেছে। আমি আসলে বলতে চেয়েছি, সরকার আর চার বছর আছে। চার বছর বেশি সময় নয়। দেখতে দেখতে শেষ হয়ে যাবেÑ এ জন্য আগামী দিনে মতায় আসতে হলে আমাদের এখনই দল গোছাতে হবে। এর মানে অন্য কিছু আমি বোঝাইনি।
এরশাদ বলেন, পশ্চিমা দেশগুলো মুসলমানদের সন্ত্রাসী বানানোর চেষ্টা করছে। পৃথিবীর এমন কোনো দেশ নেই, যেখানে মুসলমান নেই। ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না। কোনো মুসলমান সন্ত্রাসী হতে পারে না। মুসলমানেরা সন্ত্রাসী নয়, জেহাদি।
তিনি বলেন, দেশে প্রতিদিন মানুষ খুন হচ্ছে। প্রতিদিন ঘরবাড়ি দখল হচ্ছে। আমরা ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। আমরা আল্লাহ রাসূলকে সা: ভুলে গেছি। এ সময় ওলামারা লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে স্লোগান দিলে এরশাদ বলেন, সে মুরতাদ। তার নাম মুখেও আনতে চাই না।

বাংলাদেশ সময়: ২৩:০৯:২৫   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ