ছলমায়া-আল রিআন

Home Page » সাহিত্য » ছলমায়া-আল রিআন
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০১৪



imayyyyyyyyyges.jpgপ্রিয় নতুন মানুষ পেয়ে তুমি আমায় কি গেছ ভূলে ?
হয়তো তোমার সুখ মন্দিরের দূয়ার গেল খুলে।
আমিই তব সঙ্গী ছিলাম কোন এক কালে
আজ আমায় কি গেছ ভূলে ?
নারী অজানাকে করলে জানা
অচেনাকে করলে চেনা
পরের সাথে হল বনা।
আবার জোৎসনা যখন উঠবে আকাশে
সে থাকবে তোমার পাশে
দু ,জনে হাতে হাত মিশে
তুমি নতুন ঘড়ে সন্ধ্যা বেলা জ্বালবে গৃহমণি
নয়া ঘরে তুমি, নয়া হংসানন্দীনি।
পবন যখন কূলে এসে যায় কাঁশ ফুলকে ভালবেসে
কাশঁফুলও সঙ্গী পেয়ে হাওয়ায় হাওয়ায় দুলে
আজ আমায় কি গেছ ভূলে ?
তোমা গলে স্মৃতির মালা
ক্ষণে ক্ষণে করবে জ্বালা
পড়বে মনে শৈশব সৃত্মি
জাগবে হৃদয় আচমকা ভীতি
তদা ভবে রইবেনা ভাব্য
তোমার সুখের ঘড়ে হানবে হেলা, তোমার লেখা সৃত্মি কাব্য।
ছুটে আসতে চাইবে মন
হয়তো তুমি এখন কারো আপন জন।
যখন আসতে চাইবে ফিরে
মন তাহারই বাঁধণ দিয়ে রাখবে ঘিরে
প্রিয় জীবন তোমার এমনি খেলা
অচেনা সমুদ্রে ভাসালে ভেলা
তুমি পাবেনা খুঁজে কূল কিনারা
দিবে ব্যথা তোমার আপন যারা
তুমি নয়া বেশে নয়া জন
ক, জনে বা বুঝবে তোমার মন
যখন তুমি হবে উদাসীনি
পরশী যারা বলবে তোমায় কলঙ্কীনি
লজ্জা না হয় ডাকবে তুমি আঁচল দিয়ে
ভুলবে ব্যথা কি পেয়ে ?
সখি ব্যথা কষ্ট সব ভুলে
লইবে তারে বুকে টেনে
সকাল সাঁঝে সকল কাজে
রাখবে আগলে বুকের মাঝে।
হয়তো আমায় একদিন সত্যিই যাবে তুমি ভুলে।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৫৪   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ