৭ নভেম্বর ঢাকায় সমাবেশের অনুমতি চায় বিএনপি

Home Page » জাতীয় » ৭ নভেম্বর ঢাকায় সমাবেশের অনুমতি চায় বিএনপি
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০১৪



egzt3wh3.jpgটুয়েল বঙ্গ-নিউজঃ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ৭ নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি।
একই সঙ্গে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে ৭ নভেম্বর কুমিল্লায় ২০ দলীয় জোটের যে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল, সেটি এক দিন এগিয়ে ৬ নভেম্বর করার কথা জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার  বলেন, “আমরা মহান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের দিন ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় এই সমাবেশ করার অনুমতি চেয়ে সকালে আমরা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে চিঠি পাঠিয়েছি।”

বিএনপি অনুমতি পাচ্ছে কি-না জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান  বলেন, তার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। পরে জেনে নিয়ে বলতে পারবেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়; জিয়া হন গৃহবন্দি।

৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। আর এর মধ্য দিয়ে জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক।

বিএনপি এই দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসাবে পালন করে।

গত বছর ৭ নভেম্বরও বিএনপি নেতৃত্বাধীন জোট সোহরাওয়ার্দীতে সমাবেশ করে।

বাংলাদেশ সময়: ১:০৮:৫৭   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ