প্রবাসে ভাবমূর্তি রক্ষায় সজাগ থাকতে হবে : প্রধানমন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » প্রবাসে ভাবমূর্তি রক্ষায় সজাগ থাকতে হবে : প্রধানমন্ত্রী
সোমবার, ২৭ অক্টোবর ২০১৪



hasina20141027000320.jpgনিজস্ব প্রতিবেদক : প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি যাতে কোনভাবেই ক্ষুন্ন না হয়, সে ব্যাপারে সজাগ থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘যে দেশে থাকবেন, সেই দেশের আইন মেনে চলতে হবে। সেই দেশের নিয়ম-নীতি অবশ্যই মানতে হবে। এমন কোনো কাজ করবেন না, যাতে বাংলদেশের ভাবমূর্তি নষ্ট হয়।’

প্রধানমন্ত্রী বলেন, প্রবাসে কিছু লোকের জন্য সুনাম নষ্ট হয়েছে। ভবিষ্যতে যাতে সুনাম নষ্ট না হয় তার প্রতি নজর দেওয়ার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

বাসস জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার আবুধাবির সেন্ট রেগিস হোটেলের বলরুমে প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ড. হাবিবুল হক খন্দকার, ইফতেখার হোসেন বাবু, মাহবুবুর রহমান নাছির প্রমুখ।

দেশের জন্য প্রবাসীরা অনেক অবদান রেখে যাচ্ছেন উল্লেখ্ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই, আমাদের দেশের প্রতিটি মানুষ সোনালি মানুষ হোক।’ বিশেষ করে যারা বাইরে আছেন তারা।

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আপনাদের অজান্তেই দেশের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নে অবদান রাখছেন।’

প্রবাসীদের দেশে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের (সিআইপি) ঘোষণা দেওয়া হচ্ছে বলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।

পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয় নাই বলে নিজের দেওয়া চ্যালেঞ্জের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করছি।’ ‘এত বড় প্রজেক্টের কাজ নিজেরা করতে পারলে, বাংলাদেশ পিছিয়ে থাকবে কেন?’

পরে সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি, যুব ও ক্রীড়ামন্ত্রী শেখ নাহিয়ান মুবারাক আল নাহিয়ানের দেওয়া নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ৯:৩৯:০৫   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ