‘এল ক্লাসিকোর’ বিশ্ব ফুটবলের সেরা যুদ্ধ

Home Page » খেলা » ‘এল ক্লাসিকোর’ বিশ্ব ফুটবলের সেরা যুদ্ধ
শনিবার, ২৫ অক্টোবর ২০১৪



maddrid.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ‘এল ক্লাসিকো’ বিশ্ব ফুটবলের সেরা যুদ্ধ। যুগের পর যুগ যে ম্যাচ উপহার দিয়েছে নানা রোমাঞ্চকর মুহূর্ত। আজ আবার সেই দিন। স্পেন দ্বিখণ্ডিত হবে। এক দিকে রাজকীয় রিয়াল মাদ্রিদ। অন্য দিকে কাতালোনিয়ার প্রিয় বার্সেলোনা।

‘এল ক্লাসিকো’ মানেই লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াইয়ের সরাসরি ‘অ্যাকশন’। গত কয়েকটি মৌসুমে এটাই ছিল চেনা ছবি।

কিন্তু আজ ‘বার্নাব্যুর’ মহারণে বার্সেলোনার ‘রাজপুত্র’ আর রিয়াল মাদ্রিদের ‘মিসাইল’ শুধু নন, বরং এবার ত্রিফলার লড়াই। মেসি-নেইমার-সুয়ারেজ বনাম রোনালদো-বেনজামা-বেল(ইনজুরির কারণে বেল হয়তো খেলতে পারবেন না।)। কে কাকে ছাপিয়ে যেতে পারেন সেই যুদ্ধ। তাই নিয়ে ফুটবল দুনিয়ার আগ্রহ তুঙ্গে।

আজ ক্লাসিকোর শনিবাসরীয়তে আবার ইউরোপ বনাম লাতিন আমেরিকা যুদ্ধ। বার্সার মেসি, নেইমার, সুয়ারেজ বনাম রিয়ালের রিয়ালের রোনালদো, বেনজামা, টনি ক্রুজ।

ম্যাচটায় মেসি-নেইমারে চেয়েও যেন বার্সা সমর্থকেরা একটু বেশি আলোচনারত সুয়ারেজ নিয়ে! বিশ্বকাপে সেই কামড়-কাণ্ডে চার মাসের নির্বাসন কাটিয়ে এই মহাম্যাচেই মাঠে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন ‘এল পিস্তলেরো’।

অন্য দিকে রিয়াল সমর্থকদের মুখে-মুখে ফিরছে সেই নাম ‘সিআর সেভেন’। চলতি মৌসুমে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন রোনালদো। ‘লা লিগা’য় ইতিমধ্যেই তিনটে হ্যাটট্রিক। তবে ‘এল ক্লাসিকো’য় আবার তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসির দুটো হ্যাটট্রিক আছে।

তবে রোনালদোর মারকাটারি ফর্মেও সমস্যামুক্ত নয় রিয়াল। এল ক্লাসিকোর চব্বিশ ঘণ্টা আগেও গ্যারেথ বেলের চোট নিয়ে রীতিমতো উদ্বেগে আনচেলোত্তির দল। ফিট হওয়ার জন্য আলাদা করে ট্রেনিং করেও তীরে এসে তরী ডুবেছে বেলের। গত মৌসুমে ‘কোপা দেল রে’ ফাইনালে বার্সেলোনা ডিফেন্স নাস্তানাবুদ করে ছেড়েছিলেন তিনি। বার্নাব্যুতে শনিবাসরীয়তে বেলের না থাকায় ৪-৩-৩ ফর্মেশনে খেলা রিয়ালের প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল স্টাইলও অনেকটা দুর্বল হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

বেলের জায়গায় হয়তো খেলানো হবে ইস্কো-কে। যার গতি বেশি না হোক, ফাইনাল পাসে বিপক্ষ ডিফেন্স চিরে ফেলার ক্ষমতা আছে। আর সাপোর্টে তো থাকছেনই এবারের বিশ্বকাপে সোনার বুট জয়ী হামেস রদ্রিগেজ।

গত কয়েক বছর এল ক্লাসিকোয় রিয়াল মাঝমাঠে জাবি আলোনসোর উপস্থিতি নিয়মিত দৃশ্য হয়ে উঠেছিল। জাবি বায়ার্ন চলে যাওয়ায় সেই দায়িত্ব এবার পড়তে চলেছে ক্রুজের উপরে। আলোনসোর মতোই ডাবল পিভটে খেলেন ক্রুজ। সঠিক ঠিকানা লেখা পাস বাড়ানো ছাড়াও যার নিজেরও গোল করার ক্ষমতা আছে। ডিফেন্সে সেই পেপে-র্যা মোস জুটি। ফুলব্যাকে মার্সেলো আর কারভাজাল।

অন্যদিকে, বার্সা ডিফেন্স আবার চলতি লা লিগা মৌসুমে এখনও অটুট। একটাও গোল হজম করেনি। কার্লোস পুয়োল অবসর নিলেও চলে রক্ষণ জমাট রাখতে সফল নতুন ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ। যার সঙ্গে মাসচেরানোর জুটি জেরার পিকে-কেও রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখছে।

আবার ৪-৩-৩ ফর্মেশনে আক্রমণ বিভাগে সেন্টার ফরোয়ার্ডে খেলবেন সুয়ারেজ। যার ফুটবলের ইউএসপি বলের উপর অসাধারণ ব্যালান্স। বিপক্ষের দু’-তিনজনকে ড্রিবল করেও বলটা আঠার মতো লেগে থাকে সুয়ারেজের পায়ে। দুই উইংয়ে মেসি আর নেইমার। মেসি আর দু’গোল করলেই ফের একটা পালক জুড়বেন নিজের সাফল্যের রঙিন টুপিতে। সে ক্ষেত্রে তেলমো জারার ২৫১ গোলের রেকর্ড ভেঙে তিনিই হবেন লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

তবে এ মৌসুমে মেসির চেয়েও বেশি নজর কাড়ছেন নেইমার। এই মুহূর্তে বার্সার সর্বোচ্চ স্কোরার। মেসির সঙ্গে কম্বিনেশনে আরও ভয়ঙ্কর। মেসি-নেইমারের দলের কালো ঘোড়া অবশ্য বলা হচ্ছে বার্সা ইভান রাকিটিচ-কে। চেলসিতে চলে যাওয়া ফাব্রিগাসের বদলি ক্রোয়েশিয়ার এই বিশ্বকাপারের সঠিক পাস পঁচানব্বই শতাংশ। এর থেকেই বোঝা যায় বার্সার পাসিং-বাহিনীতে নিজেকে কত সহজেই মানিয়ে নিতে পেরেছেন রাকিটিচ।

এল ক্লাসিকো দুই কোচেরও অগ্নিপরীক্ষা। এক দিকে রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি। যিনি প্রথম মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতলেও লা লিগায় এল ক্লাসিকোয় এখনও জয় নেই তার। অন্য দিকে বার্সা কোচ লুই এনরিকে। ফুটবলার জীবনে দুটো ক্লাবের হয়েই খেলেছেন। কোচ হিসেবে তার এটাই প্রথম এল ক্লাসিকো। প্রথম মহাচ্যালেঞ্জ!

এখন পর্যন্ত ২২৮ ‘এল ক্লাসিকোয়’ এগিয়ে অবশ্য রিয়াল। বার্সার জয় ৮৮ জয়ের বিপরীতে গ্যালাকটিকোদের জয় ৯১।

আজকের ম্যাচ হয়তো নিধারণ করে দিতে পারে লা লিগার শিরোপাও। কারণ ‘এল ক্লাসিকো’ জেতা দলের শিরোপা জেতার সম্ভবনা বেশি থাকে। যার হার ৬৬ দশমিক ৭।

বাংলাদেশ সময়: ১৬:০২:৫৫   ৪৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ