আমলার সেঞ্চুরিতে সিরিজ দ. আফ্রিকার

Home Page » ক্রিকেট » আমলার সেঞ্চুরিতে সিরিজ দ. আফ্রিকার
শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪



cri.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ (২-০) জিতেছে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলার দুর্দান্ত সেঞ্চুরিতে সফরকারীরা ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকদের।

ওভালে আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তুলোধুনো করেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। দলীয় ৫৬ রানের মধ্যে ম্যাকক্লেনাগানের বলে ওপেনার ডি কক (২৬) আউট হলেও বড় স্কোর গড়তে বেগ পেতে হয়নি সফরকারীদের।

কারণ আরেক প্রান্তে বোলারদের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে উইকেটে ছিলেন ম্যাচসেরা হাশিম আমলা। সাউদির বলে বোল্ড হওয়ার আগে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি পূর্ণ করেছেন এই ক্রিকেটার।

১৩৫ বল খেলে করেছেন ১১৯ রান। তার ইনিংসে ১৫টি চারের মার থাকলেও কোনো ছক্কা ছিল না।

আমলা ছাড়াও দারুণ খেলেছেন ডু প্লেসিস (৬৭), অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (৩৭) ও জেপি ডুমিনি (১৯)।

তাদের রানের কল্যাণে ৯ উইকেটে ২৮২ রান তুলতে সক্ষম হয়েছিল দক্ষিণ আফ্রিকা। দুটি করে উইকেট পেয়েছেন বোল্ট, সাউদি, ম্যাকক্লেনাগান ও অ্যান্ডারসন।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে গুটিয়ে যাওয়ায় আগে ২১০ রান করেছিল নিউজিল্যান্ড। দলের পক্ষে সবচেয়ে বেশি ৭৯ রান করেছেন লুক রঞ্চি।

ফিল্যান্ডারের বলে ডু প্লেসিসির হাতে ক্যাচ দিয়েছেন রঞ্চি। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন স্টেইন, ফিল্যান্ডার, ভিলিয়ার্স ও তাহির।

বাংলাদেশ সময়: ১৮:০৫:২৭   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ