শেয়ারবাজারে সপ্তাহজুড়ে দরপতন

Home Page » অর্থ ও বানিজ্য » শেয়ারবাজারে সপ্তাহজুড়ে দরপতন
শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪



s.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেস্ক বা ডিএসইএক্স সূচক কমেছে ১৩১ পয়েন্টের উপরে।

একই সঙ্গে কমেছে অধিকাংশ শেয়ারের দর ও মূল্যসূচক। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচক ও অধিকাংশ শেয়ারের দর কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন (টাকার হিসাবে) কমেছে প্রায় ১৫৩৬ কোটি ৭৩ লাখ ৩৫,৮৯৬ টাকা এবং সিএসইতে ৬৯ কোটি ৫০ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স এবং ডিএসই শরীয়াহ ও ডিএসই-৩০ সূচক সবগুলোই কমেছে।

ডিএসইএক্স সূচক কমেছে ২.৪৯ শতাংশ ও ডিএসই শরীয়াহ সূচক ২.১১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক কমেছে ২.৭১ শতাংশ।

এদিকে সিএসসিএক্স সূচক কমেছে ২.৩৬ শতংশ। তবে সিএসই-৩০ সূচক কমেছে ২.৩০ শতাংশ।

গত সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স ছিল ৫২৮৫ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক কমে দাঁড়ায় ৫১৫৪ পয়েন্টে।

অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক (ডিএসইএক্স) কমেছে ২.৪৯ শতাংশ। গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সিএসইর সিএসসিএক্স সূচক ছিল ৯৯১১ পয়েন্টে।

সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক কমে দাঁড়ায় ৯৬৭৭ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সিএসসিএক্স সূচক কমেছে ২.৩৬ শতাংশ।

অপরদিকে গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন কমেছে ৩১.৯৫ শতাংশ।

লেনদেন হয়েছে মোট তিন হাজার ২৭৩ কোটি ৫৫ লাখ ১৯ হাজার ৭৮৬ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল চার হাজার ৮১০ কোটি ২৮ লাখ ৫৫ হাজার ৬৮২ টাকা।

গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইর ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ২৫১টির ও অপরিবর্তিত ছিল ৫টির দাম। লেনদেন হয়নি ৪টি প্রতিষ্ঠানের।

এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল ১৯৯টির, কমেছিল ১০৭টির ও অপরিবর্তিত ছিল ৬টির দাম। আর লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৩৮   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ