থাইল্যান্ডে উদ্ধার বাংলাদেশিদের সনাক্তে কাজ শুরু মঙ্গলবার

Home Page » জাতীয় » থাইল্যান্ডে উদ্ধার বাংলাদেশিদের সনাক্তে কাজ শুরু মঙ্গলবার
শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪



mus.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ থাইল্যান্ডে সম্প্রতি ‘পাচারকারীদের কবল’ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের সনাক্তে কাজ শুরু করছে সরকার। আগামী ২৮ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে বলে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রীর ব্রিফিং চলাকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মুস্তফা কামাল বলেন, “ধাপে ধাপে আমরা তাদের সনাক্ত করবো।

“থাইল্যান্ডে সম্প্রতি আটক হওয়া ৩০ জনের সঙ্গে আগামী ২৮ অক্টোবর সাক্ষাতের সময় পাওয়া গেছে।”

ক্রমান্বয়ে অন্য বন্দিদের সঙ্গেও দেখা করে তারা বাংলাদেশি কি না তা যাচাই-বাছাই করা হবে বলে জানান তিনি।

সম্প্রতি ‘পাচারকারী চক্রের’ কবল থেকে দুটি দলে ১৩৪ জন ব্যক্তিকে উদ্ধার করে থাই কর্তৃপক্ষ। তাদের মধ্যে ১১৮ জন নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন বলে ঢাকাকে জানায় ব্যাংকক।

এর আগে গত ১৯ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী জানান, থাইল্যান্ডে সম্প্রতি আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের সনাক্তে তাদের সঙ্গে কর্মকর্তাদের দেখা হওয়ার সুযোগ পাওয়ার চেষ্টা চলছে।

উদ্ধার ১৩৪ জনকে অপহরণের পর দাস হিসেবে বিক্রির জন্য থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তারা সবাই ‘মানব পাচারের শিকার’। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে এদিন সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী মাহমুদ আলী।

তিনি বলেন, দশম বিশ্ব ইসলামিক ইকোনমিক ফোরামে যোগ দিতে আগামী ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দুবাই সফরে থাকবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তার আগে সংযুক্ত আবর আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে ২৫ থেকে ২৭ অক্টোবর দেশটি সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুজনেরই সফর সঙ্গী হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:১৮   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ