পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৩

Home Page » বিশ্ব » পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৩
শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪



111.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ পাকিস্তানের কোয়েটায় এক ধর্মীয় নেতাকে লক্ষ করে চালানো আত্মঘাতী হামলায় অন্ততপক্ষে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই হামলাটি চালানো হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রাদেশিক পরিষদের সদস্য সরফরাজ বুগতি জানিয়েছেন, পাকিস্তানের জামাত উলেমা-ই-ইসলামের চেয়ারম্যান মওলানা ফজল-উর-রেহমানকে বহনকারী গাড়িকে লক্ষ করে হামলাটি চালানো হয়। তিনি বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে ভাষণ দিতে এসেছিলেন।

গণমাধ্যমের কাছে ফজল-উর-রেহমান বলেন, তিনি এই হামলা থেকে বেঁচে গেছেন কারণ তাকে বহনকারী গাড়িটি বুলেটপ্রুফ ছিল।

এই হামলায় তার দলের ২ জন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট জানিয়েছে, ওই আত্মঘাতী হামলাকারী অন্ততপক্ষে ৬ থেকে ৮ কেজি বিস্ফোরক বহন করছিলেন।

এখনো পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তদন্তের স্বার্থে হামলাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সর্বোচ্চ সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪:০৮:৪৮   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ