আমলার শতকে সিরিজ দক্ষিণ আফ্রিকার

Home Page » ক্রিকেট » আমলার শতকে সিরিজ দক্ষিণ আফ্রিকার
শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪



sawon1.jpegবঙ্গ-নিউজ ডটকমঃ হাশিম আমলার অসাধারণ এক শতকে নিউ জিল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতেও হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৭২ রানের জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০তে জিতে নিয়েছে সফরকারীরা। টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। বড় এই সংগ্রহ তাড়া করতে নেমে ৪৬.৩ ওভারে ২১০ রানে গুটিয়ে যায় নিউ জিল্যান্ডের ইনিংস।

দলের ৫৬ রানে উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কককে হারায় দক্ষিণ আফ্রিকা। তবে দলকে বিপদে পড়তে দেননি আমলা।

দ্বিতীয় উইকেটে ফাফ দু প্লেসির সঙ্গে শতক আর তৃতীয় উইকেটে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে অর্ধশতকের জুটি গড়েন আমলা।

৬৭ রান করে দু প্লেসি আউট হওয়ার আগে আমলার সঙ্গে তার জুটিটি ছিল ১১৩ রানের। ২৫ বলে ৩৭ রান করেন ডি ভিলিয়ার্স।

দলীয় ২৫৭ রানে টিম সাউদির বলে বোল্ড হওয়ার আগে ১৩৫ বলে ১১৯ রান করেন ম্যাচ সেরা আমলা। ইনিংসটি তিনি সাজান ১৫টি চারে।

নিউ জিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, সাউদি, মিচেল ম্যাকক্লেনাগান ও কোরি অ্যান্ডারসন।

বড় সংগ্রহ তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউ জিল্যান্ড। ৭০ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বিনা উইকেটে ২৫ থেকে ৭ উইকেটে ৯৫ হয়ে যায় স্বাগতিকরা।

১৩৪ রানে নবম উইকেট হারানোর পর জয়ের ব্যবধান কমায় ওয়ানডে ক্রিকেটে নিউ জিল্যান্ডের রেকর্ড দশম উইকেট জুটি। লুক রনকি আর ম্যাকক্লেনাগানের এই জুটিতে ওঠে ৭৬ রান।

আউট হওয়ার আগে রনকি ৮৩ বলে দলীয় সর্বোচ্চ ৭৯ রান করেন। ইনিংসটি তিনি সাজান ৭টি চার ও একটি ছয়ে। ৪৩ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন ম্যাকক্লেনাগান।

দুটি করে উইকেট নেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার, ডি ভিলিয়ার্স ও ইমরান তাহির।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সোমবার হ্যামিল্টনে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৮২/৯ (আমলা ১১৯, ডি কক ২৬, দু প্লেসি ৬৭, ডি ভিলিয়ার্স ৩৭, ডুমিনি ১৯, মিলার ৭, ফিল্যান্ডার ১; অ্যান্ডারসন ২/৩০, ম্যাকক্লেনাগান ২/৪৯, সাউদি ২/৫০, বোল্ট ২/৭০, নিশাম ১/৩২)।

নিউ জিল্যান্ড: ৪৬.৩ ওভারে ২১০ (গাপটিল ১১, নিশাম ১০, ব্রাউনলি ২০, লাথাম ১৬, ম্যাককালাম ১২, অ্যান্ডারসন ১, রনকি ৭৯, ভেট্টোরি ১, সাউদি ৫, বোল্ট ১০, ম্যাকক্লেনাগান ৩৪*; ফিল্যান্ডার ২/২৭, ডি ভিলিয়ার্স ২/২৮, তাহির ২/৩২, স্টেইন ২/৩৫, ডুমিনি ১/৪১, মরকেল ১/৪৪)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৭২ রানে জয়ী।
ম্যাচ সেরা: হাশিম আমলা।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০।

বাংলাদেশ সময়: ১৩:৫১:১০   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ