খালেদা জিয়ার জনসভায় আসা দেড় শতাধিক নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েছেন।

Home Page » জাতীয় » খালেদা জিয়ার জনসভায় আসা দেড় শতাধিক নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০১৪



img_98046963112654.jpeg

আল রিআন:বঙ্গ-নিউজ:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভায় আসা দেড় শতাধিক নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েছেন তীব্র তাপদাহের কারণে। তাদের নীলফামারী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার সারাদিনই প্রচণ্ড রোদ থাকায় বিভিন্ন জেলা থেকে আসা দেড় শতাধিক নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েন।

নীলফামারী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জনসভাস্থলে আসা নেতাকর্মীদের অনেকেই পানি শুন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে ভর্তি হয়।

বক্তব্যের শুরুতেই জোটনেত্রী বলেন, ‘দেশব্যাপী গুম-খুন-নির্যাতন, সন্ত্রাস, দুর্নীতি, নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা-গ্রেপ্তার-হয়রানি বন্ধে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হটিয়ে দেয়া হবে।’

এদিকে, বৃহস্পতিবার বিকেল ৪টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য শুরু করলেও জনসভাস্থলে আসতে পারেননি হাজার হাজার মানুষ। জনসভাস্থলের ১০ থেকে ১২ কিলোমিটার দূরে থেকেই তাদের শুনতে হয়েছে খালেদার বক্তব্য।

এ সময় তিনি বলেন, ‘এ অবৈধ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তাদের উপর দেশের জনগণের কোনো আস্থা নেই। সুষ্ঠু ভোট প্রয়োগের মাধ্যমে মানুষ ভোটাধিকার ফিরে পাবে এটাই আমাদের চাওয়া।’

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই প্রিয় নেত্রীর বক্তব্য শোনার জন্য রংপুর অঞ্চলের বিভিন্ন জেলার নেতাকর্মীরা ছুটে আসতে থাকেন। শুধু তাই নয় ভোর থেকেই নীলফামারীর বিভিন্ন উপজেলার হাজার হাজার নারী-পুরুষ জনসভাস্থলে জড়ো হয়। বেলা ১২টার মধ্যেই জনসমুদ্র পরিণত হয় নীলফামারী শহর।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৩৫   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ