ফুটফুটে নবজাতককে বিক্রি করে দিতে চান হতদরিদ্র এক মা !

Home Page » প্রথমপাতা » ফুটফুটে নবজাতককে বিক্রি করে দিতে চান হতদরিদ্র এক মা !
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০১৪



ind545454ex.jpg

বঙ্গ-নিউজ: হতদরিদ্র গৃহবধূ বৃষ্টি বেগম (২৫)। নিজের কোলজুড়ে এসেছে এক ফুটফুটে ছেলে সন্তান। কিন্তু খুশি নন তিনি, নিজের নবজাতককে বিক্রি করে দিতে চান বৃষ্টি। সেই প্রস্তাবই হাসপাতাল কর্তৃপক্ষকে দেন তিনি।

আর এ ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে আনসারের পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তাকে হেফাজতে রাখা হয়েছে।

বৃষ্টি জানান, তার বাড়ি বেনাপোলের বাড়াইলে। গত ৯ বছর আগে সোহেল মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। ছয় মাস আগে স্বামী সোহেল মিয়া বাচ্চাটিকে গর্ভে রেখেই চলে যায়। এমন অবস্থায় যেখানে নিজে চলায়ই কষ্টকর সেখানে সন্তানকে কী খাওয়াবেন তিনি। তাই সন্তানকে বিক্রি করে দিতে চান। এর আগেও গর্ভে থাকা তার ৭ মাসের একটি বাচ্চা নষ্ট হয় বলে তিনি জানান।

ঢামেকের উপ-পরিচালক ডা. মো. মুসফিকুর রহমান জানান, গতকাল বুধবার বৃষ্টি ঢামেকে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার পেটে ব্যথা শুরু হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। এসময় বৃষ্টি চিৎকার করে বলতে থাকে- সে বাচ্চা রাখবে না, বিক্রি করে দেবে। তাকে কীভাবে রাখবে, কীভাবে পালবে ইত্যাদি।

পরবর্তীতে সিজারের মাধ্যমে বাচ্চাটি জন্মনিলে বৃষ্টির কোনো অভিভাবক না থাকার কারণে আনসারদের পাহারায় বাচ্চা ও তাকে হাসপাতালের হেফাজতে রাখা হয়েছে।

এদিকে হাসপাতালের উপ-পরিচালক বলেন, ‘বৃষ্টি যদি তার বাচ্চা বিক্রি করতে চান, তাহলে হাসপাতালের মধ্যে বিক্রি করবেন কেন? যদি বিক্রি করতেই হয় তাহলে আইনি সহায়তার মাধ্যমে পুলিশি সহায়তা নিয়ে এবং হাসপাতালের কাছে লিখিতভাবে জানিয়ে নিয়ম অনুসারে তা হতে পারে।’

তিনি বলেন, ‘রোগী সুস্থ্য হলে তার সঙ্গে কথা বলবো। প্রয়োজন হলে থানায় সাধারণ ডায়েরি করবো, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা নেবো।’

বাংলাদেশ সময়: ২৩:১২:২৪   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ