মা-আফরিন

Home Page » সাহিত্য » মা-আফরিন
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০১৪



 imfgfgfages.jpg
আচমকা দেখবে একদিন
তোমার এ কোল শূণ্য করে
যাব হারিয়ে অনেক দূরে, ঘন অন্ধকারে।
না পেয়ে মাগো আমার দেখা
আঁচল দিয়ে মুখটি চেপে-
কাদবে হয়তো একা একা।
চোখের জল শুকিয়ে গেলে
আমায় হয়তো যাইবে ভুলে
কিছুদিন পরে
সেই আমার ভাঙা ঘরে
প্রাণ আমার রঙিন প্রজাপতি হয়ে
আইবো উড়ে
বসবো গিয়ে মাগো তোর কোলে
তখন মোরে যেন দিসনে ঠেলে
যাসনে ভুলে
দেখতে মাগো তোর বদন খানি
সাত সাগর দিয়ে পাড়ি
আইবো উড়ে
তখন চিনে নিস যেন মোরে
মা বলে ডাকতে আমি পারবনা রে
দিস যেন মোরে
এক ফোটা জল আদর করে
তৃষ্ণায় বুক ফেটে গেলে
আইবো মা ফিরে তোর কোলে

(আফরিন ১০মশ্রেণী,বাউনিয়া হাই স্কুল,বিজ্ঞান শাখা)

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৩৮   ৪১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ