গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না

Home Page » জাতীয় » গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০১৪



image_79476_0.jpgডেস্ক রিপোর্টঃকোনো অপপ্রচার জনগণের নির্বাচিত এই গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। বাংলাদেশের দু’জন প্রার্থী দু’টি আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ পদে নির্বাচিত হওয়া সেটাই প্রমাণ করেছে।
জাতীয় সংসদে ড. শিরীণ শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারকে নিয়ে কিছু কিছু মহল দেশ এবং বিদেশে বিরূপ সমালোচনায় মুখর। তারা যখন সমালোচনা করছে তখন, কমনওলেথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিটিএ) ৫৩টি দেশের ১৭০টি জাতীয় ও প্রাদেশিক আইনসভা এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়েনের (আইপিইউ) ১৪৬টি স্বাধীন ও সার্বভেীম রাষ্ট্রের পার্লামেন্টগুলো বাংলাদেশের দু’জন প্রার্থীকে আন্তর্জাতিক এ দুটি সংগঠনের শীর্ষ পদে নির্বাচিত করেছেন।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘বিশ্বের গণতান্ত্রকামী সকল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো দৃঢ় ও সুসংহত হবে।’
শেখ হাসিনা তার বক্তব্যে বর্তমান সরকারের কার্যক্রমের সাফল্যের চিত্র তুলে ধরেন। একই সঙ্গে বিগত সরকারের সমালোচনাও করেন। বহু ত্যাগ তিতিক্ষা ও রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে পওয়া এই গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীণ শারমিন চৌধুরী সিটিএর চেয়ারপার্সন এবং সাবের হোসেন চৌধুরী আপিইউএর সভাপতি নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১১:৪১:৫০   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ