কানাডার অটোয়াতে পার্লামেন্ট ভবনে গুলি, শহরে আতংক

Home Page » জাতীয় » কানাডার অটোয়াতে পার্লামেন্ট ভবনে গুলি, শহরে আতংক
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০১৪



141022172550_canada_parliament_shooting_640x360_reuters_nocredit.jpgটুয়েল বঙ্গ-নিউজঃ কানাডার রাজধানী অটোয়াতে পার্লামেন্ট ভবন সহ কয়েকটি স্থানে গুলিতে একজন সেনা ও এক বন্দুকধারী নিহত হবার পর ব্যাপক তল্লাসি অভিযান অব্যাহত রয়েছে।শহরে এখনো আতংক বিরাজ করছে।

বন্দুকধারীর গুলিতে একজন সেনা নিহত হবার পর পুলিশের গুলিতে একজন বন্দুকধারীও নিহত হয়েছেন।

বন্দুকধারী একজন কানাডীয় নাগরিক বলে নিশ্চিত করেছে পুলিশ।

পার্লামেন্ট ভবনসহ পুরো শহরের গুরুত্বপূর্ণ ভবন এখনো ঘিরে রেখেছে পুলিশ।

ঐ ঘটনার সাথে আর কেউ জড়িত কিনা তা বুঝতে অটোয়ার শহরতলিতে বাড়ি বাড়ি তল্লাসি চলছে।

দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসী হামলায় ভয় পাবে না কানাডার মানুষ।

ওদিকে অভিযানে সহায়তার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

রাজধানী অটোয়াতে বুধবার সকালের দিকে স্মৃতিসৌধের কাছে প্রথম গুলির ঘটনা ঘটে।

সেখানে কর্তব্যরত এক সেনার উপর একজন বন্দুকধারী গুলি ছুড়লে নিহত হন তিনি।

এর পরই বন্দুকধারী একটি গাড়ি ছিনতাই করে পার্লামেন্ট ভবনে দিকে যায় এবং ভবনে ঢুকে পরে।

সেখানে কর্তব্যরত পুলিশের সাথে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানা গেছে।

পার্লামেন্ট ভবনে ঐ বন্দুকধারী নিহত হয়েছেন।

তখন ভেতরে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী স্টিভেন হারপার, বেশ কজন মন্ত্রী সহ ও সংসদ সদস্য।

তবে প্রধানমন্ত্রী হারপার সহ বাকিরা নিরাপদে রয়েছেন।

পার্লামেন্ট ভবন সহ তিনটি এলাকায় গুলির ঘটনা ঘটেছে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলছিলেন , “আমি প্রথমে একটি কালো গাড়ি দেখলাম। তারপর দেখলাম চালকের আসন থেকে বন্দুকধারী একজন বের হলো। তারপর দৌড়ে পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে গেলো। তার পেছনে ছুটছিলেন একজন পুলিশ। তারপরই শুনলাম গুলির শব্দ”

এই গুলির ঘটনায় নিরিবিলি শহর অটোয়ায় আতংক ছড়িয়ে পড়ে।

পুরো শহরের রাস্তাঘাট খালি হয়ে যায়।

শহরের স্কুল, লাইব্রেরি, বিশ্ববিদ্যালয়, কয়েকটি দূতাবাস ও বহু গুরুত্বপূর্ণ ভবন বন্ধ করে দেয় পুলিশ।

খালি করে ফেলা হয় পার্লামেন্ট ভবনের আশপাশের এলাকা।

শহরের মানুষজনকে বাড়ি থাকার অনুরোধ করা হয়। জানালা ও ছাদ থেকে দুরে থাকার পরামর্শ দেয়া হয়।

বন্দুকধারী একজনই নাকি তার কোন সহযোগী ছিল তার খোজে অটোয়ার শহরতলিতে বিশাল এলাকা জুড়ে বাড়ি বাড়ি তল্লাসি চালায় পুলিশ।

শহরের পুলিশ প্রধান এক সংবাদ সম্মেলনে প্রত্যক্ষদর্প্ত্ক্র্র তথ্য নিয়ে সামনে আসার অনুরোধ করেন।

কানাডাতে এধরনের গুলির ঘটনার নজির খুব বেশি নেই।

তবে সোমবার একজন ধর্মান্তরিত মুসলিমের গাড়ি চাপায় নিহত হন এক সেনা।

এরপর নিরাপত্তা জোরদার করা হয়।

অন্যদিকে এমাসের শুরুতে মার্কিন নেতৃত্বে সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে সামিল হবার ঘোষণা দিয়েছে কানাডা।

এই ঘটনার সাথে তার কোন সম্পর্ক আছে কিনা এখন তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:০২:৪৫   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ